বাংলা

‘তোমাকে ভালোবাসা ভুল নয়’

CMGPublished: 2024-01-02 15:29:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চাং সিন চ্য, ১৯৬৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষা সংগীত মহলের বিখ্যাত পুরুষ কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

১৯৮৭ সালে চাং সিন চ্য ‘তুমি আমার একমাত্র’ গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ১৯৮৯ সালে চাং সিন চ্য-এর প্রথম অ্যালবাম ‘মিথ্যা বলা’ বাজারে আসে। ১৯৯৩ সালে তাঁর বিখ্যাত অ্যালবাম ‘ভালোবাসা ঢেউ-এর মতো’ মুক্তি পায়।

বন্ধুরা, এখন শুনুন চাং সিন চ্য-এর গান ‘তোমাকে ভালোবাসা ভুল নয়’। গানের কথাগুলো এমন: ভালবাসা কি প্রলোভনে পূর্ণ? মানুষকে চুপ করানোর জন্য, এটা কি আমার হৃদয়ের কোণে লুকিয়ে আছে? আজেবাজে কিছু বলার সাহস নাই। সহজে স্পর্শ করার সাহস করি না। আমি উদাসীন হওয়ার জন্য তোমাকে দোষারোপ করার সাহস করি না। ফুল ঝরে পড়ার ভয়, বৃষ্টি পড়ার ভয়, বাঁশের মণ্ডপ পড়ে যাওয়ার ভয়। কেউ আমার জন্য অপেক্ষা করছে, কারও প্রেমে পরার অপেক্ষা। আমরা কেউ ভুল না। শুধু আলাদা হয়ে গেল।

বন্ধুরা, এখন শুনুন চাং সিন চ্য-এর গান ‘আমার সবেয়ে প্রিয় মেয়ে’। গানের কথাগুলো এমন: দেখা যাক কত শরৎ আর শীতে আমাদের প্রেম স্থায়ী হয়। এই সময়কাল তুমি কি আহত? দেখো ভালোবাসায় কত মানুষ চিরন্তন হতে পারে। এটা কি প্রেমিক? তুমি কি আমাকে ভালবাসবে এবং আমার সাথে এই জীবন কাটাবে? ছেড়ে দেওয়া এবং আলাদা করা কঠিন। আমার প্রিয় নারী, তুমি এমন স্বপ্নে পরিণত হয়েছ যে, আমি আর স্বপ্ন দেখতে পারি না।

বন্ধুরা, এখন শুনুন চাং সিন চ্য-এর গান ‘প্রেম ভুলে যায়’। গানের কথাগুলো এমন: আমার সমগ্র পৃথিবী স্বীকৃতির বাইরে। সব ভালবাসা, ঘৃণা, আনন্দ ও দুঃখ সব আকাশে উড়ছে। আমার ঘুম থেকে বিরত থাকার চিন্তা করার আর কি আছে? এত বিব্রত কেন? তোমার চঞ্চলতা সইতে না পেরে পিছু হটলাম। এটা ঠিক হোক বা না হোক, আমি প্রেম লঙ্ঘন করতে চাই না। যতই বিভ্রান্ত হোক, যতই খারাপ হোক, তোমার মেজাজ যতই অসহায় হোক না কেন, একফোঁটা চোখের জলও নেই।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি চাং সিন চ্য-এর গান ‘মিথ্যা বলা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn