বাংলা

Always Online

CMGPublished: 2024-01-02 14:43:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিঙ্গাপুরে চীনা প্রবাসী কন্ঠশিল্পী লি জুন জিয়ে’র কন্ঠে ‘অনলাইনে সবসময়’ বা ‘Always Online’ শীর্ষক গান। এখন আমরা তাঁর গানের মাধ্যমে 'চিয়াং নানের' সৌন্দর্য উপভোগ করবো। এ অ্যালবামে রয়েছে অন্য একটি মজার গান। গানের নাম 'তো চিয়াং ও ইউয়ো থিয়াও'। 'তো চিয়াং ও ইউয়ো থিয়াও' চীনা মানুষদের সবচেয়ে সাধারণ ব্রেকফাস্ট বা সকালের নাস্তা। লিন জুন জিয়ে এ গানের মাধ্যমে বলতে চান ভালো ছেলেবন্ধু 'তো চিয়াং ও ইউয়ো থিয়াও'-এর মতো প্রতিদিন নিজের কাছে থাকবে। শুনুন তাহলে গানটি।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি জুন জিয়ে’র কন্ঠে 'সে মেয়ে আমাকে বলে' শীর্ষক গান। বন্ধুরা, এখন আমরা লিন জুন জিয়ে’র লেখা আরেকটি গানটি শুনবো। গানটি তিনি ও তার প্রিয় বন্ধু সিঙ্গাপুরের নারী কন্ঠশিল্পী সুন ইয়ান চি যৌথভাবে লিখেছেন। গানটির নাম 'সে বলে'। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি জুন জিয়ে’র কন্ঠে 'সে বলে' শীর্ষক গান। এখন যে গানটি আমরা শুনবো তার নাম 'যখন তুমি'। এই গানটি লিন জুন জিয়ে তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ওয়াং সিন লিংয়ের জন্য লিখেছেন। এখন আমরা উপভোগ করব লিন চুন চিয়ের সংস্করণটি।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লি জুন জিয়ে’র কন্ঠে 'যখন তুমি' শীর্ষক গান। এখন আমি আপনাদের লিন জুন জিয়ের অনেক দিন আগে গাওয়া একটি গান শোনাতে চাই। যদিও তিনি এখন একজন সফল কন্ঠশিল্পী এবং তাঁর সংগীত আগের চেয়ে পরিণত হয়েছে, তবুও তাঁর আগের গানগুলো এখনও আমার বেশ প্রিয়। আচ্ছা, এখন তাহলে শুনুন গানটি। এই গানটির শিরোনাম 'বাতাসে গ্রীষ্মকাল‌‌'। গানটি গেয়েছেন লিন জুন জিয়ে ও তাঁর বন্ধু এবং একই কোম্পানির নারী কন্ঠশিল্পী চিন শা। চলুন, আমরা গানটি শুনবো

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn