বাংলা

‘জীবনের প্রতিফলন’

CMGPublished: 2024-01-02 14:36:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের ব্যান্ড বিয়াংড-এর ‘সত্যি তোমাকে ভালোবাসি’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘উজ্জ্বল সময়’ শীর্ষক গান শোনাবো। গানটির কথাগুলো প্রায় এমন: ‘বাড়িতে ফিরে যাওয়ার ঘণ্টা বাজছে। তার জীবনে যেন কিছু দীর্ঘশ্বাস আছে। কালো চামড়া তাকে দেয়ার তাত্পর্য হল আজীবন আবেদন। ক্লান্ত দু’টি চোখে আশাও রয়েছে। বৃষ্টি ও বাতাসে আমি ঘনিষ্ঠভাবে স্বাধীনতাকে আলিঙ্গন করি। জীবন দিয়ে ক্ষতি বহন করি। আস্থা ভবিষ্যত্ পরিবর্তন করতে পারে। কিন্তু কে করতে পারে?। রঙিন আলোয় সৌন্দর্য উজ্জ্বল। ...

এতোক্ষণ ‘উজ্জ্বল সময়’ গানের কথা শুনছিলেন। তাহলে এবার গানটি শোনা যাক, কেমন?

বন্ধুরা, আপনারা শুনছিলেন রক ব্যান্ড ব্যান্ড বিয়াংড-এর কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের যুব কণ্ঠশিল্পী সু ইউন ইংয়ের গান শোনাবো। তিনি ১৯৯১ সালের ৮ এপ্রিল চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি বেইজিং কন্টেমপোরারি মিউজিক একাডেমি থেকে স্নাতক হন। তিনি ২০১৪ সালে প্রথম গান লিখেন। এখন শুনবো তাঁর কন্ঠে ‘জীবনের প্রতিফলন’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn