‘অসম্পূর্ণ রংধনু’
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন ছি চেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
ছেন ছি চেন, ১৯৭৫ সালের ৬ জুন চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন নারী কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।
১৯৯৮ সালে ছেন ছি চেনের প্রথম অ্যালবাম ‘আমি একটু চিন্তা করি’ প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ১৯৯৯ সালে তিনি দশম তাইওয়ানের গোল্ডেন মেলোডি আওয়ার্ডসের শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর মনোনয়ন পান।
২০০০ সালে ছেন ছি চেনের দ্বিতীয় ব্যক্তিগত অ্যালবাম ‘একাকী লাগছে’ মুক্তি পায়। ২০০৯ সালে ছেন ছি চেনের তৃতীয় অ্যালবাম ‘সূর্য’ বাজারে আসে। তিনি এই অ্যালবাম দিয়ে চীনা ভাষার শ্রেষ্ঠ গানের পুরস্কার জিতে নেন।
বন্ধুরা, এখন শুনুন ছেন ছি চেনের গান ‘অসম্পূর্ণ রংধনু’। গানের কথাগুলো এমন: এবার আমি একাই হাঁটতে চাই না। ফেরার পথে রংধনু দেখা যায় না। তোমাকে ছাড়া, আমি অসম্পূর্ণ রংধনু। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রং হারিয়েছি। শুনতে চাই, তুমি কিভাবে সময় কাটাও। তুমি এখন কি ভালো আছো? তুমি হেসে আমার সঙ্গে কথা বলো। শুনতে চাই, তোমার জীবনে আনন্দ বেশি। শুনতে চাই, সব কিছু ভালো আছে। এবার তুমি আমার সঙ্গে, দু’জন সামনে যাই। ফেরার পথে, দেখা যায় রংধনু। তোমাকে ছাড়া, আমি অসম্পূর্ণ রংধনু, কোথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রং খুঁজে পাই।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন ছি চেনের গান ‘আমাকে বলো’। গানের কথায় বলা হয়, নীরব টেলিফোন, কোনো কথা বলে না। টিভিও চুপচাপ থাকে। সড়কের মানুষজন শুধুই হাঁটে। এই বিশ্ব এত নীরব, আমি আর সামনে যেতে চাই না। তুমি কিছুই বলো না, তোমার দৃষ্টি, আমার দিকে ফিরে না। আমাকে বলো, তুমি কি সত্যি আমার কাছ থেকে চলে যাচ্ছো? আমাকে বলো, তুমি কি সত্যি আমাকে শাস্তি দিচ্ছো? আমার ভালোবাসা, কি তোমাকে বন্দি করে রেখেছে?