বাংলা

ছাও ফাংয়ের ‘আকাশের চেয়ে অনেক দূরে’

CMGPublished: 2023-08-19 19:22:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

"আকাশের চেয়েও অনেক দূরে" এক ধরণের জীবনের মুখোমুখি হয়, যেন শিল্প বা গান নয়, তাই ভাষা অপ্রয়োজনীয় বলে মনে হয়। এ গানের একটি হালকা কণ্ঠ রয়েছে, বিশিষ্ট কোরাস সুর ছাড়াই। ইপি-র সঙ্গীতের মান খুব হালকা ও যথেষ্ট মনে হয় না, তবে এটির প্রকৃত মূল্য বোঝা যায় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখলে।

"আকাশের চেয়েও অনেক দূরে"-এর সুর ও কণ্ঠস্বর হালকা ধাচের; এখানে কামুকতার স্বীকৃতি নেই। বিষয়বস্তুতে নিজের কিছু ছোট আবেগ ছাড়া কিছুই নেই। তিনি যেন বলতে চেয়েছেন, স্বাধীন সঙ্গীতকে সঙ্গীতের সম্ভাবনা অন্বেষণ করতে হবে এবং সামাজিক যত্ন ও মানবতাবাদী চেতনা প্রচার করতে হবে।

আশা করি, ছাও ফাং শুধু নিজের ছোট ঘরে আটকে থাকবেন না, আরও বেশি উদার পৃথিবীর ঠিক মধ্যিখানে চলে আসবেন।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn