‘শীতের বৃষ্টি’
প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিউ হুয়ানের গান ‘হতবুদ্ধি প্রেম’। গানের কথাগুলো এমন: ভালোবাসাকে কিভাবে স্পষ্টভাবে বলা যায়, এতে কত হতবুদ্ধি অনুভূতি আছে, আরো কত স্নেহ আছে। অতীতের কথা ভোলা যায় না। মনে এখনো আছে প্রেমের উষ্ণতা। এটাই হল প্রেম, স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায় না, এটাই হল প্রেম, মানুষের দুনিয়ার কোনো দুশ্চিন্তা নেই।
আচ্ছা, শুনুন গানটি।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ হুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।