বাংলা

‘চলে যেও না’

CMGPublished: 2023-08-16 18:30:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই সিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ফেই সিয়াং, ১৯৬০ সালের ২৪ ডিসেম্বর চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের বিখ্যাত পুরুষ কণ্ঠশিল্পী; তিনি একইসঙ্গে একজন অভিনেতাও বটে।

১৯৮২ সালে ফেই সিয়াং তাইওয়ান প্রদেশে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন এবং এজন্য সে বছর সোনালি রেকর্ডস পুরস্কার জয় করেন। ১৯৮৩ সালে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংগীত নিয়ে কাজ শুরু করেন। তাইওয়ান প্রদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় তিনি ৮টি অ্যালবাম প্রকাশ করেন।

১৯৮৭ সালে ফেই সিয়াং চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উত্সবের গালায় ‘জন্মস্থানের মেঘ’ এবং ‘শীতকালের আগুন’ গানটি গেয়ে ব্যাপক বিখ্যাত হয়ে ওঠেন। ২০১২ সালে ফেই সিয়াং চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০১৪ সালের ২০ মার্চ তিনি বেইজিংয়ে নতুন গান ‘মিথ্যা’ প্রকাশ করেন।

বন্ধুরা, এখন শুনুন ফেই সিয়াং-এর গান ‘চলে যেও না’। গানের কথাগুলো এমন: চলে যেতে চাই, তবে কোথায় যাওয়া যায় আমি? বিশ্রাম নিতে চাই, তবে অশ্রু থেমে যায় না। ভুলে যেতে চাই, তবে মাথায় শুধু তুমি। চাই না, প্রেম বাতাসের সঙ্গে যায়। আমি স্মৃতিতে আটকে আছি। চলে যেও না, মনে আছে কি? তোমার প্রতিশ্রুতি। চলে যেও না, কেন আমাকে আহত করো। তোমাকে ছাড়া, আমার জগতে সবসময় বৃষ্টি পড়ে।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন ফেই সিয়াং-এর কণ্ঠে ‘স্বপ্নে সব তুমি’। গানের কথায় বলা হয়, আমি তোমার থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আশা করি সময় স্মৃতিকে হালকা করে দেয়। বলিনি, অন্য জায়গায় থাকা এই সময়, যেন কয়েক শতাব্দীর মত লম্বা। যত দূর থাকি তুমি সবসময় আমার মনে আছ। তাই আবার তোমাকে ভালোবেসেছি। আর পালিয়ে যেতে চাই না, স্বপ্নে সবসময় তুমি আসো। কিভাবে ভুলে যাই।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ফেই সিয়াং-এর গান ‘সপ্তাহান্তের মধ্যরাত’। গানের কথাগুলো এমন: এমন সময় তোমাকে মিস করা ঠিক না। তবে আমার হৃদয় আমার ইচ্ছামত চলে না। তোমার ছায়া, এই ঘরে, দেখো, রাতের আকাশ তারা ভরা। ব্যস্ত রাস্তায়, তুমি নেই, অনেক প্রেমিকা আছে, কিন্তু শুধু আমি একা।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই সিয়াং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn