বাংলা

গে তোংছি

CMGPublished: 2023-08-15 14:28:53
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গে তোংছি ১৯৯০ সালের ১৪ এপ্রিল চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি শাংহাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। গে তোংছি চীনের মূল-ভূখণ্ডের একজন পুরুষ কণ্ঠশিল্প।

ছোটবেলা থেকে তিনি ছবি আঁকা শিখতে শুরু করেন এবং শিল্পের একজন ছাত্র হিসাবে শাংহাই বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলে ভর্তি হন। ২০১৩ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি একজন প্রযোজক ও পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন। তাঁর চাকরিও শিল্প ও সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত ছিল। তিনি সঙ্গীতকে শখ হিসাবে গ্রহণ করেন এবং গান লিখতে ও সুর দিতে শুরু করেন। ২০১৬ সালে তিনি চাকরি ছেড়ে মৌলিক সঙ্গীত সৃষ্টিতে মনোনিবেশ করেন।

২০১৭ সালের আগস্টে গে তোংছি ‘রক রেকর্ডস মূল শিল্পী প্রতিযোগিতা’য় অংশ নেন এবং শাংহাই প্রতিযোগিতা এলাকার মধ্য প্রথম দশে প্রবেশ করেন। ২০১৮ সালের জুন ও আগস্ট মাসে তিনি পরপর দু’টো অনুষ্ঠানের জন্য থিমসং সৃষ্টি করেন। সেপ্টেম্বর মাসে তিনি চীনা স্টাইলের ফিউচারবাস (Futrurebass) একক গান ‘চীনা বিবাহ’ প্রকাশ করেন। গানটি নেটিজ ক্লাউড মিউজিকের ‘বছরের গান রচনা পরিকল্পনা’য় অন্তর্ভূক্ত হয়।

২০১৮ সালের ২৪ নভেম্বরে গে তোংছি তাঁর প্রথম ইলেকট্রনিক পপ অ্যালবাম ‘এসওএস’ প্রকাশ করেন। এতে ‘ল্যাক্রিমাল পয়েন্ট নেই’ এবং ‘চীনে পপ আছে’সহ মোট দশটি গান রাখা হয়। একই বছর নেটিজ ক্লাউড মিউজিক তাঁর জন্য বিশেষ করে একটি ইপি তৈরি করে, যার শিরোনাম ‘একটি শেষহীন শেষ’।

২০১৯ সালের ৫ জুন গে তোংছি ‘চিনি’ নামক ইপি প্রকাশ করেন। ২১ অক্টোবর তিনি তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘দ্বিতীয় ব্লক’ প্রকাশ করেন। এতে অন্তর্ভূক্ত হয় ‘উচ্ছেদ’ ও ‘বিছানা ২৩’সহ দশটি গান। একই বছরের ডিসেম্বরে তিনি বছরের সেরা দশ ক্লাউড ভিলেজ মিউজিশিয়ানের সুনাম অর্জন করেন।

বন্ধুরা, গে তোংছি’র দ্বিতীয় অ্যালবাম ‘দ্বিতীয় ব্লক’ হলো তাঁর রচিত একটি অ্যালবাম। অ্যালবামটির সঙ্গীত স্টাইল ফিউচারবাস, কিন্তু এর কেন্দ্র হলো আর অ্যান্ড বি। গানের কথা ও সুর থেকে শুরু করে এডিটিং, রেকর্ডিং ও মিক্সিং পর্যন্ত সবই তিনি একাই সম্পন্ন করেছেন। কিছুক্ষণ আগে আমি যে ‘বাতিঘর’ ও ‘উচ্ছেদ’ গান দু’টো শুনিয়েছিলাম, সেগুলো এ অ্যালবাম থেকে নেওয়া। এখন আমি অ্যালবামের আরেকটি গান আপনাদের শোনাতে চাই। গানের নাম ‘নির্ধারণ’।

Share this story on

Messenger Pinterest LinkedIn