বাংলা

তিং ওয়েইয়ের "মুক্তকরণ"

CMGPublished: 2023-08-11 19:05:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিং ওয়েই ১৯৭২ সালের ৩০ জানুয়ারি চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি শাংহাই কনজারভেটরি অফ মিউজিকের কম্পোজিশন বিভাগ থেকে স্নাতক হন। তিনি চীনের একজন গায়িকা, গীতিকার, সুরকার ও সঙ্গীতজ্ঞ।

"মুক্তকরণ" হল তিং ওয়েই-এর চতুর্থ ব্যক্তিগত অ্যালবাম, যা ২০১৭ সালের ২৬ জুন প্রকাশিত হয়। এতে মোট ১০টি গান রয়েছে এবং এর প্রযোজক ছিলেন তাঁর স্বামী লিন ছাও ইয়াং। ২০১৮ সালের ৩১শে জুলাই লিন ছাওইয়াং এই অ্যালবামের জন্য দ্বিতীয় সিঙ্গিং কমিটি মিউজিক অ্যাওয়ার্ডে সেরা অ্যালবাম প্রোডাকশন (নন-ক্লাসিক্যাল) পুরস্কার জিতেছেন।

তাঁর আগের অ্যালবাম "ডিয়ার তিং ওয়েই" প্রকাশিত হওয়ার পর তেরো বছর পর “মুক্তকরণ” বের হয়। আসলে, অ্যালবামটি ২০০৮ সালে সম্পন্ন হয়েছিল। কিন্তু এ অ্যালবামে কিছু অভাব থাকার অনুভূতির কারণে প্রকাশিত হয়নি। তাই তিং ওয়েই কয়েক বছরের জন্য বিবর্ণ হয়ে যান, এবং লিন ছাও ইয়াং-এর সাথে ফিল্ম ও টেলিভিশনের কাজের জন্য সাউন্ডট্র্যাক তৈরি করতে থাকেন। এ ছাড়াও, তিনি কাজের জন্য পাওয়া সব আয় এই অ্যালবামের জন্য ব্যয় করেন। বাজার পরিস্থিতির কারণে অ্যালবামটি ২০১৭ সাল পর্যন্ত প্রকাশিত হয়নি।

প্রথমে এই অ্যালবামটি তৈরি করার সময় তাদের কোনো স্পষ্ট উদ্দেশ্য ছিল না। এই অ্যালবামের মাধ্যমে লিন ছাও ইয়াং পপসঙ্গীত প্রযোজনার সংস্পর্শেও আসেন। তিং ওয়েই-এর ডেমো শোনার পর তিনি অনেক চিন্তাভাবনা করেন, এবং তারপর অ্যালবাম তৈরিতে অংশ নেন। এই অ্যালবামের মাধ্যমে তিনি কম্পিউটার বিন্যাস শিখেছেন। যেহেতু লিন ছাও ইয়াং বহু বছর ধরে বিদেশে পড়াশোনা করেছেন, ২০১৪ সালে তিনি অ্যালবামটি তৈরী করার জন্য লন্ডনে যান এবং অ্যালবামের রেকর্ডিং ও মিক্সিং সম্পূর্ণ করার জন্য লন্ডন ও অন্যান্য রেকর্ডিং স্টুডিওগুলোতে কাজ করেন।

অ্যালবামটিতে জীবনযাত্রার অবস্থার বিষয়ে তিং ওয়েই-এর চিন্তাভাবনা, স্বাধীনতা সম্পর্কে তার উপলব্ধি, এবং জীবনের দুর্দশার বিষয়ে তার অনুভূতি প্রকাশ পেয়েছে।

অ্যালবামের শেষ গান "জিপসি" হল "ওয়ান্ডারার"-এর ইংরেজি সংস্করণ। তিং ওয়েই বিশেষভাবে এ গানের ইংরেজী সংস্করণ গাওয়ার জন্য মার্কিন গায়িকা সুসানে ভেগা’কে আমন্ত্রণ করেন। তিং ওয়েই তাকে অ্যালবামের সব গান শোনার জন্য পাঠিয়ে দেন এবং ইংরেজি সংস্করণের গানগুলো পূরণ করতে তিনি "ওয়ান্ডারার" গানটি বেছে নেন। পরবর্তীতে, সুসানে ভেগা নিউইয়র্কে কিছুদিনের জন্য একটি ছোট বিরতির সময় গানটির লিরিক্স লিখে ফেলেন।

"মুক্তকরণ" প্রযোজকদলের বারবার সম্পাদনার পর, সমস্ত বিবরণ ক্রমাগত সামঞ্জস্যপূর্ণ ও অপ্টিমাইজ করা হয়। ইলেকট্রনিক, ইন্ডাস্ট্রিল, ক্লাসিক্যাল ও সাইকেডেলিকের মিক্স অ্যান্ড ম্যাচ শৈলী এর বৈশিষ্ট্য। গানগুলো বন্য, অন্ধকার, হতাশা, এবং বিকৃত সমসাময়িক অনুভূতিতে পূর্ণ, এবং মৃদু ও বিস্তৃত মহাকাব্যিক অনুভূতিও এতে রয়েছে। প্রতিটি গানের নিজস্ব স্বতন্ত্র মেজাজ রয়েছে, যেমন সময় ও জীবনের ফ্ল্যাশব্যাক, উত্তেজনায় পূর্ণ।

"মুক্তকরণ" পপসঙ্গীতের সাধারণ শ্রেণী থেকে দূরে সরে যায়। অ্যালবামের সঙ্গীতের টেক্সচারের দৃষ্টিকোণ থেকে, ট্রিপ-হপ ও ডাউনটেম্পো ইলেকট্রনিক আসলে ২০০৫ সালের আগে জনপ্রিয় সঙ্গীত। সঙ্গীতশিল্পী ও রেকর্ডিং লাইনআপের ক্ষেত্রে, এগুলো সবই বিংশ শতাব্দীর সঙ্গীত স্বর্ণযুগের প্রতিনিধি। তবে এই অ্যালবামে সমস্ত কিছু সংহত করা হয়েছে এবং উপস্থাপিত প্রভাবটি ২০১৭-এর অন্তর্গত, এমনকি ২০১৭ এর আগেরও। "মুক্তকরণ" দর্শকদের বুঝতে দিতে চায় যে, আপাতদৃষ্টিতে ফ্যাশনের বাইরের জিনিসগুলো হিপ-হপ ও লোকগানের বন্যা থেকে আলাদা হয়ে দাঁড়াতে পারে। "ক্লাসিক" শব্দের অর্থ সময়ের শৃঙ্খল থেকে মুক্ত, এবং এই অ্যালবামটি তার একটি উদাহরণ।

"রাত ৩টা ৪টার দিকের স্বপ্ন" পরীক্ষামূলক একক গান, যা "ওয়ান্ডারার" ও "মুক্তকরণ"-এর চেয়ে বেশি সুরেলা। আরএন্ডবি, ট্রিপ-হপ ও ক্লাসিক্যাল একসাথে একত্রিত করা হয়েছে এতে; আছে মনোমুগ্ধকর টেক্সচার। তিংয়ের ব্যক্তিত্ব ও দৃঢ় ইচ্ছাশক্তি এতে প্রতিফলিত হয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn