বাংলা

থাও চ্য

CMGPublished: 2023-08-10 10:00:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনের খুব একজন জনপ্রিয় গায়ক ও প্রযোজকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম থাও চ্য। তিনি R&B সংগীত চীনে প্রচলন করা প্রথম গায়ক। R&B সংগীত ও চীনের ঐতিহ্যবাহী সংগীতের মিশ্রণে চীনের বৈশিষ্ট্যময় R&B সৃষ্টি করেছেন তিনি, তাই থাও চ্য’র চীনের ‘R&B জনক’ হিসেবে খ্যাতি আছে। তার গানগুলো চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশেও বেশ জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন থাও চ্য’র একটি সুন্দর গান ‘Melody’।গান ১

থাও চ্য ১৯৬৯ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি বাবা মায়ের সঙ্গে তাইওয়ানে যান, পরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বসবাস করা শুরু করেন। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে থাও চ্য R&B সংগীত শোনেন এবং খুব পছন্দ করেন। তিনি সহপাঠীর সঙ্গে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে থাও চ্য লস এঞ্জেলসে একজন তাইওয়ানের সংগীত প্রযোজকের সঙ্গে দেখা করেন। তিনি থাও চ্য’র সংগীত প্রতিভার খুব প্রশংসা করেন। তার সুপারিশে থাও চ্য তাইওয়ানে ফিরে সংগীত প্রযোজকের কাজ করা শুরু করেন। এটাই তার সংগীত জীবনের সূচনা। বন্ধুরা, এখন শুনুন থাও চ্য’র একটি সুন্দর গান ‘ভালোবাসা খুব সহজ’।গান ২

শুরুতে থাও চ্য প্রধানত সংগীত প্রযোজক হিসেবে অন্যান্য শিল্পীর জন্য গান রচনা করেন। তিনি তখনকার তাইওয়ানের অনেক জনপ্রিয় ও বিখ্যাত গায়কের জন্য গান লিখেছেন, এসব গানের মাধ্যমে ধীরে ধীরে তিনি অনেকের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৯৭ সালে থাও চ্য তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘ডেভিড থাও’ প্রকাশ করেন। যা প্রধানত R&B শৈলীর গান। তার প্রথম অ্যালবাম হলেও এই অ্যালবামের গান বেশ পরিপক্ব ও উচ্চ মানের, এই অ্যালবামের জন্য তিনি চীনের সবচেয়ে প্রভাবশালী সংগীত অ্যাওয়ার্ড গোল্ডেন সুর অ্যাওয়ার্ডের ৫টি পুরস্কারের জন্য মনোনীত হন। আর তিনিও একজন R&B গায়ক হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে থাও চ্য’র একটি জনপ্রিয় গান ‘সাড়ে ১০টা, বিমানবন্দর’।গান ৩

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn