বাংলা

‘কে আমাকে ভালোবাসবে’

CMGPublished: 2023-08-08 10:20:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী তেং লি চুন-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

তেং লি চুন, ১৯৫৩ সালের ২৯ জানুয়ারি মাসে চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালের ৮ মে তিনি মারা যান। তিনি হলেন চীনের বিখ্যাত ও খুব মর্যাদাবান নারী শিল্পী।

১৯৬৭ সালে তেং লি চুন প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৬৯ সালে তাইওয়ানের প্রথম টিভি সিরিজ ‘জিং জিং’-এর থিম সংয়ের মাধ্যমে তাইওয়ান প্রদেশে তিনি বিখ্যাত হয়ে ওঠেন।

২০ শতকের ৭০ দশকে তেং লি চুন ‘হাজার হাজার কথা’ ও ‘সমুদ্রের সৌন্দর্যসহ’ বিভিন্ন গান গেয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিখ্যাত হয়ে ওঠেন।

বন্ধুরা, এখন শুনুন তেং লি চুনের কণ্ঠে ‘কে আমাকে ভালোবাসবে’ গানটি। গানের কথাগুলো এমন: তুমি আমাকে বলেছিল, সবসময় আমাকে ভালোবাসবে। কে জানে, তোমার কথা সব মিথ্যা। তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমার অনুভূতি গুরুত্ব দাও না। কে আমাকে ভালোবাসবে, কে আমাকে ভালোবাসবে। জানি কে কার ভালোবাসা পাবে। অতীতের কথা ভেবে মন খারাপ হয়, আমি তোমাকে খুব ভালো মনে করি। কে আমাকে ভালোবাসবে।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন তেং লি চুনের গান ‘পুরোনো প্রেমিকাকে দেখেছি’। গানের কথায় বলা হয়, মানুষের ভিড়ে তোমাকে দেখেছি, কথা বলতে চাইলেও মুখ খুলি নি। অতীতের প্রেমিকাকে দেখে অনেক অনুভূতি জেগেছে। তবে, তোমার কাছে সে হাসতে হাসতে থাকে। আমি শান্তভাবে রাস্তার কোণায় অপেক্ষা করি, তোমাকে দেখি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন তেং লি চুনের গান ‘বাতাস আমার নৌকার পাল বইছে। নৌকাটি বাতাসের সঙ্গে ভেসে চলে। আমাকে স্মৃতি সেই জায়গায় পৌঁছে দেয়। বাতাস আমার নৌকার পাল বইছে। প্রিয় ছেলে, তোমার সঙ্গে দেখা করতে চাই। মনের অনুভূতি জানাতে চাই। তুমি আমার অপেক্ষা করো, নিশ্চয় ধৈর্য্যের সাথে অপেক্ষা করো।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো তেং লি চুনের আরেকটি গান, গানের নাম ‘কে আমার ভালোবাসাকে নিষিদ্ধ করতে পারে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী তেং লি চুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn