‘হঠাত্ গ্রীষ্মকাল’
তোমার মনে আছে কি?
বন্ধুরা, এখন শুনুন ওয়াং সু লুং-এর গান ‘হাসি’। গানের কথাগুলো এমন: প্রেম ভাঙার পর, আমি তোমার মুখে কোনো দুঃখ দেখিনি। তুমি বুঝতে পারো না, আমি এখনো অপেক্ষা করি। আমার হাসিতে, প্রেমের ভবিষ্যত নেই। তবে আমার ভালোবাসা, কখনই শেষ হয় নি। আমার হাসি, তুমি আর ফিরে আসবে না।
আচ্ছা, শুনুন গানটি।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং সু লুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।