‘পানির মধ্যে’
২০০৩ সালে লিন জি সিয়াং কেশ সংগীত পুরস্কার পান; তিনি হলেন এই পুরস্কারজয়ী প্রথম গীতিকার।
২০০৯ সালের ৩১ ডিসেম্বর লিন জি সিয়াং চীনের শেনচেন টেলিভিশনের নববর্ষের সংগীতানুষ্ঠানে অংশ নেন। ২০১১ সালের ১২ সেপ্টেম্বর, চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র মধ্যশরত্ উত্সবের সংগীতানুষ্ঠানে লিন জি সিয়াং গান পরিবেশন করেছিলেন।
২০১৪ সালের অগাস্ট মাসে লিন জি সিয়াংয়ের অ্যালবাম ‘লা-মিউজিক অরিজিনাল’ (LAMUSIC Original) প্রকাশিত হয়।
২০১৭ সালের ২৯ জুলাই, সংগীত মহলে প্রবেশের ৪০ বছর পূর্তিতে লিন জি সিয়াং কুয়াংচৌয়ে সংগীতানুষ্ঠান আয়োজন করেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিন জি সিয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।