আমাদের আগামীকাল
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লু হান’র পরিচয় দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৯০ সালের ২০ এপ্রিলে জন্মগ্রহণ করেন। তার স্টেজ নাম লুহান। তিনি হচ্ছেন চীনের একজন গায়ক ও অভিনেতা। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘আমাদের আগামীকাল’ শীর্ষক গান। গানটি ২০১৪ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন লু হানের কন্ঠে ‘একসঙ্গে গ্রেটওয়ালে স্কি করবো’ শীর্ষক গান। টাও, চেন এবং কাইয়ের পাশাপাশি, ২৯ শে ডিসেম্বর, ২০১১ তারিখে এসবিএস গায়ো দায়েজনে লুহান তার প্রথম টেলিভিশন অনুষ্ঠানে পারফর্ম করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ইএক্সও (ব্যান্ড)-এর দ্বিতীয় সদস্য হিসেবে ব্যান্ডের সঙ্গে সংযুক্ত হন। একই সাথে তিনি এই ব্যান্ডের ম্যান্ডারিন ভাষার উপ-গোষ্ঠী ইএক্সও-এম এর সাথেও সংযুক্ত হন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘কমলা সোডা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।