বাংলা

ওয়াং সিয়াও মিন

CMGPublished: 2023-06-08 10:00:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ওয়াং সিয়াও মিন। তিনি ১৯৯২ সালে চীনের কুয়াং সি প্রদেশের নাননিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি অন্যান্য গায়কের গান অভিযোজন করা ও গাওয়ার জন্য পরিচিত। পরিষ্কার ও মিষ্টি কণ্ঠ তার বৈশিষ্ট্য। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ওয়াং সিয়াও মিনের একটি সুন্দর গান ‘সবচেয়ে সুন্দর সময়’।গান ১

ওয়াং সিয়াও মিন ছোটবেলা থেকেই গান শিখছেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং পারফর্ম করা শুরু করেন। ছোট থেকেই তার গাওয়া গান তার বয়সের চেয়ে বেশ পরিপক্ব। ২০১১ সালে মাধ্যমিক স্কুলের শেষ পর্যায়ে ওয়াং সিয়াও মিন চীনের একটি জনপ্রিয় টিভি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় তার চমত্কার পারফরমেন্স অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এর মাধ্যমে ওয়াং সিয়াও মিনের নাম মানুষের কাছে পরিচিত হয়। তিনি একটি সংগীত কোম্পানিতে যোগ দিয়ে পেশাদার গায়িকা হয়ে ওঠেন।গান ২

২০১২ সাল ওয়াং সিয়াও মিন তার প্রথম অ্যালবাম ‘Baby Girl ’ প্রকাশ করেন। এই অ্যালবামে তিনি তার কণ্ঠে জীবন সম্পর্কে তরুণীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অ্যালবামটির জন্য তিনি সে বছরের সবচেয়ে জনপ্রিয় ও শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান এবং বিখ্যাত থাইপেই এরিনায় পারফর্ম করার সুযোগ পান। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ওয়াং সিয়াও মিনের একটি সুন্দর গান ‘সুন্দর সময়’।গান ৩

২০১৩ সাল থেকে ওয়াং সিয়াও মিন বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পারফর্ম করা শুরু করেন। একজন নতুন ও তরুণ গায়িকা হিসেবে আত্মপ্রকাশের ২ বছর পর তিনিও চীনের শিল্পের সর্বোচ্চ প্রাসাদ জাতীয় থিয়েটারে পারফর্ম করেন, যা একজন গায়কের দক্ষতার স্বীকৃতি ও প্রশংসা। ২০১৪ সালে তিনি চীনের জনপ্রিয় বসন্ত উত্সবের গালা ও লণ্ঠন উত্সব গালায় অংশ নেন, তার চমত্কার পারফরমেন্স অনেকের মনে গভীর ছাপ ফেলেছে। বন্ধুরা, এখন শুনুন ওয়াং সিয়াও মিনের গাওয়া একটি জনপ্রিয় গান ‘পাতা’।গান ৪

রেকর্ডিং রুমে গান গাওয়ার চেয়ে ওয়াং সিয়াও মিন মঞ্চে গান গাইতে বেশি পছন্দ করেন। তাই তিনি খুব কম অ্যালবামই প্রকাশ করেছেন এবং অনেক সংগীত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সেসব অনুষ্ঠানে ওয়াং সিয়াও মিন তার নিজের সংগীতের ধারণা দিয়ে অনেক পুরানো গান অভিযোজন করেছেন এবং নতুন করে গেয়েছেন। তাঁর এসব চেষ্টা দর্শকদের অনেক পছন্দ পেয়েছে। বন্ধুরা, এখন শুনুন সংগীত অনুষ্ঠানে ওয়াং সিয়াও মিনের গাওয়া একটি ক্লাসিক চীনা গান ‘সুর’গান ৫

কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের মানুষ বলে ওয়াং সিয়াও মিন স্থানীয় লোকসংগীত শুনতে শুনতে বড় হয়েছেন। পপ গান গাওয়ার পাশাপাশি তিনিও অনেক চুয়াং জাতির লোকসংগীত গেয়েছেন। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে তিনি গাওয়া খুব জনপ্রিয় গান ‘চুয়াং জাতির গান’ ও ‘পুরানো গাছ’ শুনবো। গানটি চুয়াং জাতির রূপকথা অনুসারে রচিত হয়, এতে বলা হয় মানুষ সূর্য অনুসরণ করা গল্প ও মনোমুগ্ধকর প্রেমের গল্প। বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ওয়াং সিয়াও মিনের আরেকটি সুন্দর গান ‘তোমার জন্য অপেক্ষা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ইমেল করুন। আমার ইমেল ঠিকানা: chengmin@cri.com.cn ।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn