বাংলা

হু ইয়াংলিন

CMGPublished: 2023-06-07 10:50:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হু ইয়াংলিন ১৯৮১ সালের ৬ ফেব্রুয়ারি চীনের হুপেই প্রদেশের ইছাং শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং হুপেই ইনস্টিটিউট অব ফাইন আর্টস থেকে স্নাতক হন।

হু ইয়াংলিন ইছাং শহরের একটি সাধারণ কর্মজীবী পরিবারে জন্মগ্রহণ করেন। হুপেই ইনস্টিটিউট অব ফাইন আর্টসে পড়াশোনার সময় তিনি একটি সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। তিনি এর প্রধান গায়িকা ছিলেন। একই সময় অপেরা, সঙ্গীত ও সাহিত্য প্রেমিক হিসেবে তিনি লিরিক্স ও সঙ্গীত রচনার চেষ্টা করেছেন। শৈল্পিক স্বপ্নের চালিকায় তিনি বেইজিংয়ে এসে শোবিজে পর্দার আড়ালে কাজ করেছেন। একবার “ইঁদুর চাল ভালোবাসে” গানটির মূল গায়কের জন্য করার সময় গানটির সঙ্গীত প্রযোজক ওয়াং হু তাঁকে আবিষ্কার করে তাঁর জন্য প্রথম অ্যালবাম তৈরি শুরু করেন। “বিষাক্ত পারফিউম” গানটি ছিল ওই অ্যালবামের শিরোনাম সংগীত।

বন্ধুরা, এখন আমি হু ইয়াংলিনের অন্য এটি গান আপনাদেরকে শোনাতে চাই। গানের নাম “ইঁদুর চাল ভালোবাসে”। তিনি আসলে গানটি কভার সংস্করণ করেন।

২০০৯ সালের ২০ জুন হু ইয়াংলিন তাঁর তৃতীয় অ্যালবাম “সুখের সঙ্গে সম্পর্কিত” প্রকাশ করেন। সবেমাত্র ভালোবাসার বিশ্বে প্রবেশ করা অল্পবয়সী ছেলে কিম্বা মেয়ে অথবা অভিজ্ঞ ও পরিবর্তনের মধ্য দিয়ে চলে আসা শহুরে জনসাধারণ - সবাই ভালোবাসায় অতিরিক্ত অসহায় অনুভব করেন। কিন্তু ঠিক হু ইয়াংলিনের গানের মতো, সুখ পাশের দৃশ্যের মতো, সহজে দেখা যায়, কিন্তু সহজে অবহেলিত হয়। কিন্তু গানটি মনোযোগ দিয়ে শুনতে হয়, কারণ এটি সুখের সঙ্গে সম্পর্কিত।

“প্রেমের ঈশ্বর” হু ইয়াংলিন ও ওয়ালেস চুং পরিবেশিত একটি যৌথ গান। গানটি আসলে একই নামের চলচ্চিত্রের থিমসং। দু’জনের সহযোগিতায় গানটি শুনতে ভালোবাসা সম্পর্কিত একবার হৃদয় থেকে হৃদয় কথোপকথনের মতো। ইতিবাচক ভালোবাসার দৃষ্টি এবং সঙ্গীত মহলে বিরল সুন্দর কণ্ঠস্বর এবং দক্ষ গান গাওয়ার দক্ষতা, পুরো গানটি সমৃদ্ধ হবার পাশাপাশি কোমলতায় ভরপুর।

কেমন লেগেছে গানগুলি, বন্ধুরা? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে হু ইয়াংলিনের অন্য একটি গান শোনাতে চাই। গানের নাম ‘সুখী নারী ধূমপান করে না’।

Share this story on

Messenger Pinterest LinkedIn