বাংলা

তোং পাওশি

CMGPublished: 2023-06-02 10:23:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তোং পাওশি ১৯৮৬ সালের ২০ জুলাই চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন পুরুষ র‌্যাপার, গীতিকার এবং টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা।

২০০৩ সালে যখন তিনি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন, তখন তিনি সহপাঠীর সঙ্গে একটি র‌্যাপদল গঠন করেন। ২০০৫ সালে তিনি সুন মিংসহ চারজনের সঙ্গে একটি র‌্যাপ অ্যালবাম রেকর্ড করেন। রেকর্ড করার প্রক্রিয়ায় তাঁরা দলের নাম “কুইনপাল স্কোয়াড” দেন। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি ইয়াং মাই-এর সঙ্গে এক্স.এ.ই.আর নামক র‍্যাপদল গঠন করেন। সঙ্গীত স্বশিক্ষার প্রক্রিয়ায় বহু বিখ্যাত গায়ক ও সঙ্গীতদলের প্রভাবে তিনি লিরিক্স তৈরি ও প্রদর্শন শিখে ফেলেন।

২০১৬ সালের জুলাই মাসে তোং পাওশি তাঁর প্রথম ইপি প্রকাশ করেন। ইপি’র শিরোনাম গানসহ এতে মোট দু’টো গান অন্তর্ভুক্ত হয়। ২০১৭ সালের অক্টোবরে তিনি দ্বিতীয় মিনি অ্যালবাম “তোমার মামা” প্রকাশ করেন। এবং ২০১৮ সালের ৮ অক্টোবর তিনি তৃতীয় ইপি “ওয়াই এম সি” প্রকাশ করেন। “লাম্বর” নামক গান এতে অন্তর্ভুক্ত হয়।

২০২০ সালে যখন কোভিড মহামারী পরিস্থিতি খুবই গুরুতর ছিল, তখন একদল সাহসী মানুষ নিজেদের জীবনবাজি রেখে স্বদেশবাসীদের জীবন ও নিরাপত্তা রক্ষার জন্য এগিয়ে আসেন। ইতিহাসের উচিত সকল সাহসী সৈনিককে মনে রাখা। সকল ডাক্তার ও নার্স সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং তাদেরকে সকল স্বদেশবাসী শক্তিশালী সমর্থন করেন। সকল বীর নিরাপদে ফিরে আসার প্রত্যাশা করা হয়। বন্ধুরা, এটা তো র‍্যাপ গান “যুদ্ধে বেরিয়ে যাওয়া”র সৃষ্ট প্রেক্ষাপট।

“বন্য নেকড়ে ডিস্কো”র লিরিক্স ও সঙ্গীত রচনা এবং পরিবেশন করেছেন তোং পাওশি। তার মূল অনুষঙ্গী (বিট) লেখক ছিলেন ফিনল্যান্ডের ভিলহো ইহাকসি। ২০১৯ সালের ২ সেপ্টেম্বর এটি একক গান হিসেবে প্রকাশিত হয়। ১৫ অক্টোবর তিনি অন্য একজন শিল্পী ছেন ওয়েইথিংয়ের সঙ্গে যৌথ সংস্করণ প্রকাশ করেন।

“টু কুল টু কিল” একই নামের চলচ্চিত্রের প্রচার গান। তোং পাওশি গানের লিরিক্স ও সঙ্গীত রচনা এবং পরিবেশ করেন। তোং পাওশি’র হাস্যকৌতুক এবং জীবনের প্রতি সতর্ক থাকার বৈশিষ্ট্য গানটিতে পুরোপুরিভাবে প্রকাশিত হয়। ছন্দময় বুমব্যাপ শৈলী গানটিতে রোমান্টিক ইতালীয় স্বাদের স্পর্শ যোগ করে।

Share this story on

Messenger Pinterest LinkedIn