বাংলা

অপেক্ষা

CMGPublished: 2023-05-28 18:13:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাই ভালো আছেন তো? আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'তোমার জন্য গান' অনুষ্ঠান। আপনাদেরকে সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ছেন চিয়ে ই’র কন্ঠে ‘দুঃখ’ শীর্ষক গান। ১৯৯৩ সালে তিনি প্রথম সঙ্গীত অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৪ সালে আনুষ্ঠানিকভাবে চীনের তাইওয়ান প্রদেশের চীনা ভাষার সঙ্গীতজগতে প্রবেশ করেন ছেন। ১৯৯৭ সালের মার্চ মাসে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিখ্যাত গায়ক জ্যাকি চাংয়ের সাথে পরিচয় হলে তিনি নাটকে অভিনয় করা শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘অপেক্ষা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী ছেন চিয়ে ই’র কন্ঠে ‘অপেক্ষা’ শীর্ষক গান। ২০০০ সালে তিনি হংকংয়ের টিভিবি টেলিভিশনের টেলি সিরিজে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেন। ২০০৭ সালে তিনি সঙ্গীতজগত থেকে অবসর নিয়ে সিঙ্গাপুরের জনসংযোগ কোম্পানিতে চাকরি শুরু করেন। তবে ২০১১ সালে আবারও কন্ঠশিল্পী হিসেবে নতুন সঙ্গীত অ্যালবাম প্রকাশের মাধ্যমে এ জগতে ফিরে আসেন ছেন চিয়ে ই। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘প্রতিটা মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছি’ শীর্ষক গান শোনাবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ছেন চিয়ে ই’র কন্ঠে ‘প্রতিটা মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছি’ শীর্ষক গান। এখন আপনারা যে গানটি শুনবেন তার শিরোনাম 'ভাই-বোন'। এই গানে বলা হয়েছে: 'তুমি আমার বেশ যত্ন নাও। তবু তোমাকে ভালোবাসতে পারি না। আমি আসলে অন্যের ভালোবাসা চাই। এভাবে তোমার সঙ্গে সহাবস্থান করা আমার জন্য লজ্জার। তোমার ভালোবাসা উপভোগ করি; তবে তোমাকে ভালোবাসতে পারি না। এ ভালোবাসা আমার কাছে ভাই-বোনের মতো। তোমাকে 'দুঃখিত' বলতে চাই। কিন্তু আমার সে সাহস নেই।” চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ছেন চিয়ে ই’র কন্ঠে ‘ভাই-বোন’ শীর্ষক গান। বন্ধুরা, পরের গানের নাম 'ভালোবাসা মনে থাকে'। এ গানটি লিখেছেন চীনের মূল ভূভাগের গায়ক কুও ফেং। দ্বৈতকন্ঠে এ গানটি গেয়েছেন কুও ফেং এবং ছেন চিয়ে ই। এ গানে বলা হয়েছে: 'কেউ তোমার মতো আমার মন বুঝতে পারে না। আমি সবসময় তোমাকে মনের কথা বলতে চাই। তুমিই শুধু আমার মন স্পর্শ করতে পারো। ভালোবাসি বলেই মাঝে মাঝে তোমাকে আঘাত করি। ভালোবাসা থাকে মনের গহীনে। আমরা চিরদিনের মতো পরস্পরের সাথে থাকার প্রতিশ্রুতি দিলাম। বসন্তকালের বাতাস, শরত্কালের বৃষ্টির রূপান্তর হবে; কিন্তু আমাদের ভালোবাসা চিরদিনের মতো থাকবে।'

চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn