অপেক্ষা
বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী ছেন চিয়ে ই’র কন্ঠে ‘ভাই-বোন’ শীর্ষক গান। বন্ধুরা, পরের গানের নাম 'ভালোবাসা মনে থাকে'। এ গানটি লিখেছেন চীনের মূল ভূভাগের গায়ক কুও ফেং। দ্বৈতকন্ঠে এ গানটি গেয়েছেন কুও ফেং এবং ছেন চিয়ে ই। এ গানে বলা হয়েছে: 'কেউ তোমার মতো আমার মন বুঝতে পারে না। আমি সবসময় তোমাকে মনের কথা বলতে চাই। তুমিই শুধু আমার মন স্পর্শ করতে পারো। ভালোবাসি বলেই মাঝে মাঝে তোমাকে আঘাত করি। ভালোবাসা থাকে মনের গহীনে। আমরা চিরদিনের মতো পরস্পরের সাথে থাকার প্রতিশ্রুতি দিলাম। বসন্তকালের বাতাস, শরত্কালের বৃষ্টির রূপান্তর হবে; কিন্তু আমাদের ভালোবাসা চিরদিনের মতো থাকবে।'
চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।