বাংলা

দিং ওয়েই – “সুচনা”

CMGPublished: 2023-05-27 19:02:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দিং ওয়েই ১৯৭২ সালের ৩০ জানুয়ারি চিয়াংসু প্রদেশের নানচিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি সাংহাই কনজারভেটরি অফ মিউজিকের কম্পোজিশন বিভাগ থেকে স্নাতক হন। তিনি চীনের একজন গায়িকা, গীতিকার, সুরকার এবং সঙ্গীতজ্ঞ।

১৯৯৩ সালে দিং ওয়েইর তৈরি একটি ডেমো প্রযোজক সানপাও এবং হুয়াং শিয়াও মাও-এর দৃষ্টি আকর্ষণ করে। তখন তাতি রেকর্ডসের সাথে তাঁর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৪ সালে তাঁর একক গান "অফিসকর্মী" প্রকাশিত হয়। ১৯৯৫ সালে তাঁর প্রথম একক অ্যালবাম "পাখা ভাঙ্গা প্রজাপতি" প্রকাশিত হয়। ১৯৯৮ সালে তিনি বিখ্যাত গায়িকা না ইং-এর জন্য "তুমি থাকলে প্রেম নিখুঁত হয়" গানটি রচনা করেন এবং একই বছরে অ্যান্ডি লাউ-এর জন্য "আমি তোমায় প্রতিদিন চাই" গানটি রচনা করেন। ২০০০ সালে তাঁর দ্বিতীয় একক অ্যালবাম "সূচনা" প্রকাশিত হয়।

২০০৪ সালে তাঁর তৃতীয় একক অ্যালবাম "প্রিয় দিং ওয়েই" প্রকাশিত হয়। ২০০৫ সালে "পঞ্চম পেপসি মিউজিক বিলবোর্ড" এবং "মিউজিক রেডিও চায়না" তাকে বছরের সেরা গায়িকা নির্বাচন করে। ২০০৭ সালে একক গান "কুকুর" প্রকাশিত হয়। ২০০৮ সালে তিনি "অষ্টম মিউজিক বিলবোর্ড"-এ "বছরের সেরা গায়িকার পুরস্কার" জিতে নেন। ২০১২ সালে "বিছিন্ন হওয়া ৩৩ দিন" ছবির জন্য লিন ছাও ইয়াং-এর সাথে যৌথভাবে "তাইওয়ান ফিল্ম গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডস"-এর সেরা মৌলিক চলচ্চিত্র সঙ্গীতের জন্য মনোনীত হন। ২০১৩ সালে একক গান "পুশকিন" প্রকাশিত হয়। ২০১৫ সালে একক গান "ভবঘুরের গান" প্রকাশিত হয়। ২০১৬ সালে তাকে "চীনা অধ্যয়নের চারটি ধন" ডকুমেন্টারির জন্য সঙ্গীত রচনা করার জন্য আমন্ত্রণ জানানো হয়। ২০১৭ সালের ২৬ জুন তাঁর চতুর্থ একক অ্যালবাম "আবদ্ধ" প্রকাশিত হয়। ২০১৮ সালের ২৮ আগস্ট তাঁর ব্যক্তিগত একক গান "হাবভাব" প্রকাশিত হয়। ২০১৯ সালের ৩০ আগস্ট তিনি চায়নিজ মিউজিক ফেস্টিভ্যালে বছরের সেরা গায়িকার পুরস্কার জিতে নেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn