বাংলা

টিনস ইন টাইমস

CMGPublished: 2023-05-23 16:03:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

টিএনটি চীনের মূল ভূভাগের সঙ্গীতদল। দলটি মা চিয়াছি, তিং ছেংসিন, সোং ইয়াশ্যুয়ান, লিউ ইয়াওওয়েন, জাং জেনইউয়ান, ইয়ান হাওসিয়াং এবং হো চুনলিন—এই সাত জনকে নিয়ে গঠিত। ২০১৯ সালের ২৫ অগাস্ট Typhoon Project “টাইফুন প্রজেক্ট” নামক রিয়ালিটি শো শেষে এই সাত শিল্পী টিএনটি গঠন করে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করে।

বন্ধুরা, ওয়াং ইউয়ান “ছোট বাচ্চা” শীর্ষক গানটির লিরিক্স ও সঙ্গীত রচনা করেছেন। এটা টিএনটি’র একটি গান। গানটি ২০২১ সালের ২২ জুনে প্রকাশিত হয়। ওয়াং ইউয়ানের লিরিক্স ও সঙ্গীত সবসময় সূক্ষ্ম ও আন্তরিক, নরম ও দৃঢ়। গানটিতে ছোট্ট বাচ্চা “তোমার সকল প্রত্যাশা পূরণ হবে”, “অতীতের সাথে শান্তি স্থাপন কর” এবং “নিজেকে বড় ছেলেতে পরিণত কর”—এসব বাক্য আছে। বড় ভাই হিসেবে ওয়াং ইউয়ান নিজের ছোট ভাইদের প্রতি এমন উত্সাহব্যঞ্জক কথা বলতে চেয়েছেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি গানটি আপনাদের শোনাচ্ছি, কেমন?

বন্ধুরা, “শত দুশ্চিন্তার প্রস্থান” ২০২২ সালের ১৪ নভেম্বর শোবিজে প্রবেশ করার তৃতীয় বার্ষিকী উপলক্ষে টিএনটি প্রকাশিত একটি গান। নতুন গানে টিএনটি’র সদস্যরা রাই ব্যান্ডের উত্তপ্ত যৌবনের অবতার হয়ে দৃঢ় কণ্ঠস্বর দিয়ে তারুণ্যের চেতনা প্রচার করেন। মহান শক্তির জোরালো আর্তনাদ সমস্ত বন্দিদশা ভেদ করে, সঙ্গীত ও স্বপ্নের প্রান্তরে নির্ভয়ে ছুটতে থাকে।

Happy Camp “হ্যাপি ক্যাম্প” হলো হুনান টিভির একটি রকমারী অনুষ্ঠান। ২০২১ সালে সঙ্গীতদল টিএনটি এ অনুষ্ঠানের জন্য থিমসং “সুখের অনুভূতি” গায়। গানে বলা হয়েছে: আমাদের সমস্যাগুলোকে পিছনে ফেলে এগুতে হবে/ আমাদের জন্য যা অপেক্ষা করছে, তা সুখে পরিপূর্ণ।

“কভার” হলো ২০২২ সালের ২৪ এপ্রিল সঙ্গীতদল টিএনটি প্রকাশিত একটি গান। গানটি তাদের “তোমার জন্য গান গাই—চীনের মহাকাশকে স্যালুট করি” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটিতে কিশোরদের মধ্যপন্থা মানতে নারাজির দৃঢ় ইচ্ছা প্রকাশিত হয়েছে।

“আপ, জুনিয়রস” আসলে হুনান টিভির একটি প্রতিভা অনুসন্ধান অনুষ্ঠান। এতে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৯০-এর দশকে জন্মগ্রহণকারী কিশোরদের প্রাণবন্ত শৈলী প্রদর্শনের মঞ্চ এটি। এর লক্ষ্য, দর্শকদের ওপর ইতিবাচক প্রভাব ফেলা। সঙ্গীতদল টিএনটি অনুষ্ঠানের একই নামের থিমসংটি গেয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn