বাংলা

‘eyes on me’

CMGPublished: 2023-05-21 11:56:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, ওয়াং ফেই'র মিষ্টি কন্ঠে গানটি শুনতে কেমন লাগছে? পছন্দ করছেন কি না? এখন আপনারা যে গানটি শুনবেন তার নাম 'eyes on me'। এটি একটি ইংরেজি গান। গানের মাধ্যমে প্রেমিক-প্রেমিকার মধ্যে রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। চলুন একসাথে গানটি শুনি আমরা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং ফেই’র কন্ঠে 'eyes on me' শীর্ষক গান। পরের গানের নাম 'চক্রবর্ষ'। সময় যেন পানির মতো দ্রুতগতিতে বয়ে যায়। এটি গানের শিরোনামের অর্থ। এ গানের কথা বাংলায় অনুবাদ করলে এমন হয়: একজন মানুষ পরীর প্রেমে পড়তে পারে না/আমায় ভালোবেসে তুমি পরীতে পরিণত হতে চাও/ফুল ফোঁটার সময় আমাদের সম্পর্ক আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে/হয়তো বিধাতার এমনই ইচ্ছে/মে মাসের সূর্যালোকের আকাশে হঠাত বাজ দেখা যায়/আমাদের দু’জনের মিলন এড়ানো যাবে না/আমার করতলে আঁকাবাঁকা ভাগ্যরেখার সৃষ্টি হয়েছে/প্রেমে পড়লে তা-ও মাত্র কিছুদিন স্থায়ী হতে পারে/ সময় চক্রের মতো চলে যায়....।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং ফেই’র কন্ঠে 'চক্রবর্ষ' শীর্ষক গান। পরের গানের শিরোনাম 'কাহিনী'। এটি আমার প্রিয় গানগুলোর অন্যতম। গানের লেখক লি চিয়ান, চীনের বিখ্যাত গায়কদের অন্যতম। মিস ওয়াং ফেই তার আকর্ষণীয় কন্ঠে এ গানটি গেয়েছেন। গানের মাধ্যমে প্রেমিক-প্রেমিকার পরিচিত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে।

এ গানে বলা হয়েছে: অনেক লোকের ভীড়ে তোমাকে একবার দেখার পর তোমার চেহারা আর ভুলতে পারছি না/কল্পনা করি, পরের দিন তোমার সাথে আরেকবার দেখা হবে/তখন থেকে একাকী তোমাকে মিস করা শুরু করি/আকাশে, চোখের সামনে, মন ও মগজে তোমাকেই দেখা যায়/ আমাদের প্রেমের গল্প আর পরিবর্তিত হবে না/আমি সারা জীবন তোমার সাথে থাকব...।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং ফেই’র কন্ঠে 'কাহিনী' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'তারুণ্য দ্রুত শেষ হয়' শীর্ষক গান শোনাবো। এটি একটি চলচ্চিত্রের থিম সংগীত। এই গানের মাধ্যমে তারুণ্যে ছেলে-মেয়েদের প্রেমে পরার অনুভূতি বর্ণনা করা হয়েছে। শুনুন রোমান্টিক এ গানটি।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ওয়াং ফেই’র কন্ঠে 'তারুণ্য দ্রুত শেষ হয়' শীর্ষক গান। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের হংকংয়ের বিখ্যাত্ রক ব্যান্ড বিয়ন্ডের পরিচয় দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির 'ব্ল্যাক প্যান্থার' শীর্ষক গান শোনাবো। ১৯৮৭ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ব্যান্ডটির প্রধান গায়ক চাং ছি, গিটার প্লেয়ার লি থং, ড্রামার চাও মিং ই, বেস প্লেয়ার ওয়াং ওয়েন চিয়ে ও কিবোর্ড প্লেয়ার হুই ফেং। ১৯৯১ সালে ব্যান্ড ব্ল্যাক প্যান্থার চীনের হংকং ও তাইওয়ানে অ্যালবাম প্রকাশ করে। ২০১৪ সালের মে মাসে ব্যান্ডটি আনহুই প্রদেশের টিভি কেন্দ্রের একটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে ব্যান্ডটির 'লজ্জা' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn