বাংলা

‘তোমাকে অনুসরণ করি’

CMGPublished: 2023-01-26 10:00:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, এবার আমরা শুনবো একটি ইলেকট্রনিক পপ গান, গানের নাম ‘lonely dance’, গেয়েছেন শেং ইয়ু। তিনি চীনের বিখ্যাত র‍্যাপ গ্রুপ C-BLOCK এর প্রধান ও চীনে সবচেয়ে প্রভাবশালী র‍্যাপ লেবেল SUP MUSIC এর প্রতিষ্ঠাতা। একই সঙ্গে তিনি গীতিকার, প্রয়োজক, অভিনেতা ও ডিরেক্টর। র‍্যাপ চীনে সংখ্যালঘু সংগীত ছিল। শেং ইয়ুসহ অনেক গায়কের চেষ্টায় এখন র‍্যাপ মিউজিক সবার চোখে পড়ে এবং আরো বেশি মানুষ র‍্যাপ মিউজিকের সৌন্দর্য অনুভব করতে পারে। বন্ধুরা, এখন শুনুন শেং ইয়ু’র এই জনপ্রিয় গান ‘lonely dance’।

গান ৪

বন্ধুরা, এখন আমরা শুনবো গায়িকা মেং রান রচিত একটি সুন্দর গান ‘তুমিই’। গানের সুর ও কথা বেশ সুন্দর। এতে প্রিয় মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। গায়িকার পরিষ্কার কণ্ঠে রয়েছে শক্তি ও আশা। গানটি শুনে উৎসাহিত হবে। গানটি প্রকাশের পর মানুষ বিভিন্ন ধরনের ছোট ভিডিওতে তা ব্যবহার করে। চীনে হয়তো কোনো মানুষ গায়িকা মেং রানকে জানে না, তবে সে নিশ্চয় তার এই গান শুনেছে। বন্ধুরা, এখন মেং রানের এই খুব জনপ্রিয় গান ‘তুমিই’ শুনুন।গান ৫

বন্ধুরা, এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়িকা ইউয়ান ইয়া ওয়ে’র গান ‘আরো কাছে যায়’। তিনি প্রাণবন্ত, শক্তিশালী ও সূক্ষ্ণ কণ্ঠের জন্য পরিচিত। পাশ্চাত্য পপ সংগীতে তিনি তার ও চীনা সংগীতের বৈশিষ্ট্য যোগ করে বিশেষ সংগীতশৈলী সৃষ্টি করেন। তাকে চীনা সোল মিউজিকের প্রতিনিধি হিসেবে বিবেচিত হন। ‘আরো কাছে যায়’ এই গানে ইউয়ান ইয়া ওয়ে সব বাধা অতিক্রম করে প্রিয় মানুষের কাছে যেতে যাওয়ার মন সুন্দরভাবে তুলে ধরেন। বন্ধুরা, এখন এই খুব জনপ্রিয় গান ‘আরো কাছে যায়’ শুনুন।গান ৬

অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ২০২২ সালে তৌ ইনের আরেকটি খুব জনপ্রিয় গান ‘nuna’ শুনবো, গায়ক তুই চাং। আশা করি, আজকের অনুষ্ঠান প্রচারিত এসব চীনা ইন্টারনেটে জনপ্রিয় গানের মধ্যে আপনাদেরও পছন্দের গান আছে।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn