বাংলা

পেং ছুইউয়ে

CMGPublished: 2023-01-25 15:13:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পেং ছুইউয়ে ১৯৯৩ সালের ১৬ অক্টোবর চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের একজন কণ্ঠশিল্পী, অভিনেতা এবং পুরুষ সঙ্গীতদল এক্স নাইন বয়েজ-এর প্রধান গায়ক ও দলনেতা। তিনি সিংহাই কনজারভেটরি অফ মিউজিক থেকে স্নাতক হন।

২০১৫ সালের জুনে তিনি সিংহাই কনজারভেটরি অফ মিউজিকে একক স্নাতক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। সঙ্গীতানুষ্ঠানের স্পনসর খোঁজা থেকে স্টেজ ডিজাইন পর্যন্ত, পোস্টার থেকে গানের আয়োজন পর্যন্ত সবই তিনি নিজেই সম্পন্ন করেন। সেবছরের দ্বিতীয়ার্ধে তিনি পেশাদার প্রশিক্ষণ ও নির্বাচনের মাধ্যমে ২০ সহস্রাধিক কিশোর থেকে ১৬ জন প্রার্থীর অন্যতম হিসেবে কিশোর প্রতিভা বিকাশের অনুপ্রেরণামূলক অনুষ্ঠান “এক্স-ফায়ার”-এ অংশ নেন।

২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর সঙ্গীতদল এক্স নাইন বয়েজ-এর একই নামের ডিজিটাল অ্যালবাম “এক্স নাইন” অনলাইনে প্রকাশিত হয়। শুধু এক মিনিটের মধ্যে বিক্রয়ের পরিমাণ ১০ হাজার অতিক্রম করে। ২৮ সেপ্টেম্বর তিনি এক্স নাইন শোবিজে প্রবেশের প্রেস ব্রিফিংয়ে অংশ নেন এবং সঙ্গীতদলের প্রধান ও প্রধান গায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে শোবিজজগতে প্রবেশ করেন। ২০১৯ সালে পেং চুইউয়ে একক মূল অ্যালবাম “ইনকিউবাস” প্রকাশ করেন। এতে মোট দুটো গান অন্তর্ভুক্ত হয়। ৬ এপ্রিল তিনি “ক্রিয়েশন ক্যাম্প” নামক অনুষ্ঠানে অংশ নেয়ার সময় তাঁর সঙ্গীতদলের অন্য একজন সদস্য চাও লে ই’র সঙ্গে দু’জনের সহযোগিতামূলক গান “আলাপ” গেয়েছেন। ৬ অগাস্ট তিনি একক মূল গান “বৈশিষ্ট্য” প্রকাশ করার পাশাপাশি ৬ সেপ্টেম্ব তিনি প্রথম দাতব্য একক গান “মেঘেগাথা” প্রকাশ করেন।

২০২০ সালের ৬ জানুয়ারি পেং ছুইউয়ে নতুন একক মূল গান “SLOWING” প্রকাশ করেন। গানটি তাঁর ইপি “বৈশিষ্ট্য”-এ অন্তর্ভুক্ত হয়। ১১ জানুয়ারি তিনি গানটি পরিবেশন করার পাশাপাশি বার্ষিক সবচেয়ে জনপ্রিয় নতুন গায়ক পুরস্কার জিতে নেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn