বাংলা

‘বসন্ত উত্সবের আগের সংগীত’

CMGPublished: 2023-01-21 10:07:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

প্রিয় শ্রোতা, আজ বসন্ত উত্সবের আগের দিন। তবে এদিন খুবই গুরুত্বপূর্ণ চীনা মানুষের জন্য। আজকের অনুষ্ঠানে আমরা গান শুনবো না। আজ আমরা নতুন কিছু 'যন্ত্র সংগীত' শুনবো। সংগীত বা গানের প্রাণ যন্ত্র সংগীত। আপনারা জানেন, যন্ত্র সংগীত ছাড়া গান কোনো পরিপূর্ণতা পায় না। তাহলে বন্ধুরা, আজকে প্রথমেই একটি শ্রুতিমধুর যন্ত্র সংগীত দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটি। সংগীতটির নাম ‘বসন্ত উত্সবের আগের সংগীত’। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘শত শত পাখি ফিনিক্সের দিকে ঘুরে’ শীর্ষক সংগীত। শ্রোতাবন্ধুরা, ছোট্ট উপহার হিসেবে বন্ধুদের আপনি দিতে পারেন এসব বাদ্যযন্ত্র। এগুলো থেকে কোমল-নরম বিভিন্ন রকম সুর শুনে মনকে করতে পারেন শান্ত। তুলনামূলকভাবে সস্তা এ উপহার সংগীত সৃষ্টি করতে পারে। অনেকেই এ ধরনের উপহার পছন্দ করেন। এ সব বাদ্যযন্ত্র স্বপ্নের মত রূপকথার সংগীত প্রচার করে। আশা করি, আজকের 'তোমার জন্য গান' প্রথমবারের মত প্রচারিত এ ধরনের যন্ত্র সংগীতগুলো আপনাদেরও ভাল লাগবে। এখন শোনাবো চীনা লোক সংগীত ‘হৃদয় আঁকা’। চলুন, আমরা সংগীত উপভোগ করবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘হৃদয় আঁকা’ শীর্ষক সংগীত। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কোনো প্রিয় গান শুনতে চাইলে জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গানগুলো প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের থিম, 'যন্ত্র চীনা লোক সংগীত'। আশা করছি আপনারা এ সব সংগীতের মাধ্যমে আনন্দ পাবেন। এখন আমরা আরো একটি সংগীত শুনবো। সংগীতের শিরনাম ‘চাঁদের আলোর নিচে টেরিস বাঁশ’। চলুন, আমরা সংগীতটি শুনবো।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn