বাংলা

"শেষ আদেশ"

CMGPublished: 2022-11-25 20:37:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“ভাই ও বোন" গানের সুরে জনপ্রিয় সঙ্গীতের উপাদান রয়েছে। গানের কথাগুলো আবেগময় জগতে তথাকথিত "অসিদ্ধ" প্রেমকে বর্ণনা করে। এ প্রেম অসম্পূর্ণ ও ব্যর্থ।

"দশ বছর" গানটি "আগামী বছর আজ" গানের ম্যান্ডারিন সংস্করণ। গানটি আবেগে পূর্ণ। গানে বিচ্ছেদের পরের দশ বছর এবং সম্পর্কের আগের দশ বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। গানটি শোনার সময় একজন শ্রোতা বিচ্ছেদ ও ক্ষতি থেকে প্রাপ্ত মানসিক অশান্তি থেকে খানিকটা হলেও মুক্তি পাবেন বলে আশা করা যায়। গানে বলা হয়েছে, ভালোবাসার জগতে সুখ-দুঃখের পাশাপাশি একধাপ পিছিয়ে আকাশ খোলার জায়গা এখনও আছে।

"শেষ আদেশ" গানটি ধীরলয়ের। "হ্যাপি ফেরিস হুইল"-এর স্রষ্টা এরিক কোকের রচনায় এটি একটি মনোরম সুরের গান।

সুপ্রিয় শ্রোতা, আশা করি আজকের ‘সুরের ধারায়’ আপনাদের ভাল লেগেছে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn