বাংলা

‘তারপর’

CMGPublished: 2022-11-23 13:04:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়াও ইয়া সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সিয়াও ইয়া সুয়ান, ১৯৭৯ সালের ২৪ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের থাও ইউয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের খুব বিখ্যাত একজন নারী কন্ঠশিল্পী।

১৯৯৬ সালে ১৭ বছর বয়সী সিয়াও ইয়া সুয়ান পরিবার ছেড়ে একা কানাডার ভ্যানকুভারে যান কাপড়ের ডিজাইন শিখতে।

১৯৯৮ সালে বন্ধুর উত্সাহে, সিয়াও ইয়া সুয়ান হংকংয়ের টিভিবি টেলিভিশন আয়োজিত ‘প্রবাসী চীনা নতুন কন্ঠশিল্পী প্রতিযোগিতায়’ অংশ নেন। এর মাধ্যমে সিয়াও ইয়া সুয়ানের সঙ্গীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বন্ধুরা, এখন শুনুন সিয়াও ইয়া সুয়ানের কন্ঠে ‘পরের আমরা’ নামে গানটি। গানের কথায় বলা হয়: আমাদের প্রত্যেকের মর্মাহত হওয়ার সময় আছে। সবসময় এমন অনুভূতির দরকার নেই। তবে, আমি প্রতিবার মুগ্ধতা ধরে রাখবো। যদি আগামীকাল থাকে, যদি আগামীকাল থাকে, তুমি কীভাবে মুখ সাজাবে।

বন্ধুরা, এবারে শুনুন সিয়াও ইয়া সুয়ানের গান ‘তারপর’। গানের কথায় বলা হয়, গানের কথায় বলা হয়: যদি এই জীবনে একবার খামখেয়ালি হতে পারি, তাহলে আমি তোমার সব পাপ বহন করতে চাই। যাতে তুমি নিশ্চিন্তে হাসতে পারো। যদি এই জীবনে একবার কাঁদতে পারি। আমি অনুতপ্ত হবো না, তুষারের বাতাসে তোমার সঙ্গী হবো।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন সিয়াও ইয়া সুয়ানের কন্ঠে ‘ভালোবাসার কথা বলা’ নামে গানটি। গানের কথায় বলা হয়, গানের কথাগুলো এমন: হয়তো ইন্টারনেটে তোমার খবর দেখতে পারি, হয়তো আমার গাওয়া গান তোমার ফোনে থাকে। হয়তো আমি তোমাকে ভালোবাসি, মনে লুকিয়ে রাখি। হয়তো, যখন তুমি আমার কথা মনে করো, আমিও তোমাকে মিস করি। আরো যোগাযোগ করো না, আর যোগাযোগ করো না।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেয়ার আগে আপনাদের শোনাতে চাই সিয়াও ইয়া সুয়ানের আরেকটি সুন্দর গান, গানের নাম ‘নিজেকে আলিঙ্গন দেই’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়াও ইয়া সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn