বাংলা

অ্যাকিউজ ফাইভ

CMGPublished: 2022-11-22 14:33:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘অ্যাকিউজ ফাইভ’ ২০১৭ সালে প্রতিষ্ঠিত চীনের তাইওয়ানের একটি সঙ্গীতদল। প্রধান গায়ক পান ইয়ুনআন, প্রধান গায়িকা ছুয়ান ছিং এবং ড্রামার জে ছিয়ানকে নিয়ে তিন সদস্যের এ দল।

২০১৭ সালের ৬ অক্টোবর সঙ্গীতদল তাদের প্রথম ইপি “কুয়াশার শিশু” প্রকাশ করে। ইপিতে মোট তিনটি গান অন্তর্ভুক্ত হয়। পরবর্তী বছর অ্যালবামটি নবম গোল্ডেন ইন্ডি মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পী পুরস্কার জিতে। তিনটি গানের মধ্যে অ্যালবামের শিরোনাম সংগীত ছাড়া “তুমি খরমুজ খাবে কিনা” এবং “ইউনিকর্ন” দু’টো গান আছে।

২০১৮ সালের ২০ মে সঙ্গীতদল “গ্রীষ্মে প্রেম করা” নামক একক গান প্রকাশ করে। একই বছরের ৩০ অক্টোবর “তোমাকে সব সময় মিস করি” একক গান প্রকাশ করে। গানটি পরে টিভি নাটকের একটি গান হিসেবে বাছাই করা হয়।

২০১৯ সালের ১৪ জুন সঙ্গীতদল “কোনো এককালে আমি তোমাকে ভালবাসি” নামক অ্যালবাম প্রকাশ করে। এতে মোট ১১টি গান অন্তর্ভুক্ত হয়। পরবর্তী বছর সঙ্গীতদল এ অ্যালবাম দিয়ে ৩১তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা নতুন শিল্পী পুরস্কার এবং সেরা সঙ্গীতদল পুরস্কার মনোনয়ন লাভ করে।

২০২০ সালের ২৬ এপ্রিল সঙ্গীতদলটি একক গান “আমি তোমাকে ভালোবাসি বলার একশত উপায়” প্রকাশ করে। একই বছরের ৩১ ডিসেম্বরে সঙ্গীতদল দ্বিতীয় অ্যালবাম “ভাগ্য আসে এবং যায়” প্রকাশ করে। অ্যালবামের “অনন্যতা” গানটি একটি টিভি নাটকের গান। সঙ্গীতদলটি অ্যালবাম দিয়ে ৩২তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা সঙ্গীতদল পুরস্কার মনোনয়ন লাভ করে।

Share this story on

Messenger Pinterest LinkedIn