বাংলা

‘প্রত্যাশা’

cmgPublished: 2022-11-14 10:37:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সংগীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ আসরে আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের একজন বিখ্যাত নারী কন্ঠশিল্পী মাও আ মিনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। মাও আ মিন তার গভীর ও শক্তিশালী কণ্ঠের জন্য সুপরিচিত। তিনি গত শতাব্দীর নব্বইয়ের দশকে চীনের অন্যতম জনপ্রিয় গায়িকা ছিলেন। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে আমরা শুনবো মাও আ মিনের ‘ভালোবাসার অসুস্থতা’ শীর্ষক গান। ১৯৮৭ সালে প্রকাশিত হয় এ গান। গানটি অসুস্থ মায়ের যত্ন নেওয়া এক মেয়ের সত্যি কাহিনী অনুসারে রচিত। বন্ধুরা, চলুন গানটি শুনি।

বন্ধুরা, শুনছিলেন মাও আ মিন’র কন্ঠে ‘একই সংগীত’ শীর্ষক গান। বৈশিষ্ট্যময় কণ্ঠ ও পরিপক্ব স্টাইলের পারফরমেন্সের জন্য মাও আ মিন চীনের কেন্দ্রীয় টিভি-র বিশেষ গায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ১৯৮৬ সালে মাও আ মিন চীনের জাতীয় তরুণ গায়ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন। তার গানের প্রশংসা করেছেন চীনের বিখ্যাত সুরকার কু চিয়ান ফেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মাও আ মিনের কণ্ঠে ‘প্রত্যাশা’ গান শোনাবো। আশা করি, গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন মাও আ মিনের কন্ঠে ‘প্রত্যাশা’ শীর্ষক গান। ১৯৮৮ সালে মাও আ মিন চীনের সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বসন্ত উত্সবের গালায় অংশ নেন। অনুষ্ঠানে তার চমত্কার পারফরম্যান্স সবার দৃষ্টি আকর্ষণ করে। তার গান ‘মিস’ দেশব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে; তিনি দ্রুত দেশের সবচেয়ে জনপ্রিয় গায়িকা হয়ে ওঠেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মাও আ মিনের কন্ঠে ‘ইতিহাসের আকাশ’ শীর্ষক গান শোনাবো। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn