বাংলা

“যখন আমার চুল কোমর পর্যন্ত লম্বা”

CMGPublished: 2022-11-11 19:07:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে গায়িকা শাং ওয়েন চিয়ে-এর কয়েকটি গান শোনাবো। তিনি ১৯৮২ সালে চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। সুবিখ্যাত ফুতান বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে হুনান টিভি চ্যানেলের আয়োজিত ‘সুপার গার্ল’ নামক গান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০০৭ সালে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি চীনা এবং ইংরেজি দু’ভাষায় গান করেন। ২০১৪ সালে নিজের বিনোদন এজেন্সি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি অনেক বার আন্তর্জাতিক সম্মেলন বা সাংস্কৃতিক আদানপ্রদান অনুষ্ঠানে গান পরিবেশন করেন। এখন যে গানটি আপনারা শুনছেন, সেটা হল গায়িকা শাং ওয়েন চিয়ে-এর গাওয়া ‘বিফোল’। এ গানটি একটি মোবাইল গেমসের জন্য রচিত হয়। শাং ওয়েন চিয়ে-এর বৈচিত্রময় কন্ঠস্বর ইলেক্ট্রনিক মিউজিকের জন্য খুব উপযুক্ত। শুনুন গানটি।

এখন শুনুন শাং ওয়েন চিয়ের আরেকটি ইংরেজি গান ‘ফ্রি এন্ড আনফ্রিড’। এ গানটি একটি কার্টুন চলচ্চিত্রের জন্য রচিত হয়। শুনুন গানটি।

এখন আরেকটি গান শুনুন। গানের নাম ‘শিয়া খ্য শিং’। গানটি চীনের সুবিখ্যাত কুংফু লেখক চিন ইং-এর রচিত ‘শিয়া খ্য শিং’ উপন্যাসের চলচ্চিত্র সংস্করণের জন্য রচিত হয়। এ গানে চীনের প্রাচীনকালে কুংফু জানা এবং একে পেশা হিসেবে কাজ করা মানুষের মনের কথা বলা হয়। শুনুন গানটি।

এখন শুনুন ‘ইয়ে জি থুং হুয়া’ গানটি। এ গানটি চীনের তৈরি কার্টুন অ্যানিমেশন ‘চিং লিং মেন ইয়ে লুও লি’র জন্য রচিত গান। গানে বলা হয়, ‘আমি জানি না এ স্বপ্নের ফেনা কিভাবে ভেঙে গেছে। কেন আলিঙ্গন করলেও আমরা খুশি হই না। কথা নেই, নীরবে থাকি। আমাদের ভুলবুঝাবুঝি কখনো শেষ হয় না। রূপকথায় রাজকুমার ও রাজকুমারীর প্রেম অন্য রকম। ভালবাসায় কি পরস্পরকে আঘাত দেওয়া উচিত? আমরা বুঝি না, তাই পরস্পরের প্রতি নির্ভর করি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn