বাংলা

ঘাসফড়িং

CMGPublished: 2022-11-11 15:49:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯৯৩ সালের ২৬ মার্চে সঙ্গীতদলটি ম্যান্ডারিন ভাষার সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। আর ১৫ জুন তাদের ম্যান্ডারিন অ্যালবাম “দুখী খুকুমণি” প্রকাশিত হয়। অ্যালবামের শিরোনাম সংগীত সঙ্গীতদলের প্রতিনিধিত্বমূলক শিল্প-কর্মগুলির অন্যতমে পরিণত হয়। একই বছর তারা হংকংয়ের অন্য দু’জন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে গাওয়া “উও বম বা” গানটি জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস উপস্থাপনায় সেরা মিউজিক ভিডিও পরিবেশনা পুরস্কার জিতে।

“রাত হয়ে গেছে” সঙ্গীতদল ঘাসফড়িংয়ের একটি গান। গানটি তাদের ১৯৯২ সালের ১ ডিসেম্বর প্রকাশিত “অনিচ্ছা অনুভূতি” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। চলুন, এখন আমি আপনাদের সঙ্গে গানটি উপভোগ করব, কেমন?

কেমন লেগেছে গানটি, বন্ধুরা? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে অনুষ্ঠানের শেষে আমি আপনাদের সঙ্গীতদল ঘাসফড়িংয়ের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘কেন নারী হয়ে জন্ম নেয়নি’ । আশা করি, আজকের গানগুলি আপনাদের ভাল লেগেছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn