বাংলা

‘তারা ভরা আকাশ দেখি’

CMGPublished: 2022-11-10 11:45:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং চিয়ে-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাং চিয়ে, ১৯৮২ সালের ২০ ডিসেম্বর চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে জন্মগ্রহণ করেন। তিনি সিছুয়ান নর্মাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের বিখ্যাত গায়ক এবং সংগীত স্টুডিও ‘সিংসিংউনহুয়া’-এর প্রতিষ্ঠাতা।

২০০১ সালে চাং চিয়ে চীনের সিছুয়ান নর্মাল ইউনিভার্সিটির পর্যটন ও শিল্প ডিজাইন বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় চাং চিয়ে বেশ কয়েক বার ‘শ্রেষ্ঠ ছাত্র’ হিসেবে পুরস্কার পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিষয়ে লেখাপড়া করলেও, সংগীতের প্রতি ছিলেন খুবই অনুরাগী। সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটিতে তিনি সিছুয়ান প্রদেশের ছেংতু শহরের একটি পানশালায় গান গাইতেন। একদিকে কিছু টাকা-পয়সাও আয় হতো, অন্যদিকে গানচর্চাও হতো।

২০০৩ সালে চাং চিয়ে বিখ্যাত মোবাইল ব্রান্ড ‘সামসাং’ আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। ২০০৪ সালে তিনি ‘I show’ নামে দেশব্যাপী এক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত-জগতে প্রবেশ করেন।

বন্ধুরা, এখন শুনুন চাং চিয়ে-এর গান ‘তারা ভরা আকাশ দেখি’। গানের কথা এমন: এদিন থেকে আমি তারা ভরা আকাশ দেখতে শুরু করি। আমি আবিষ্কার করি, তারা দূরে নয়, স্বপ্ন দূরে নয়। শুধু তুমি চেষ্টা করলে, বিশ্বাস করি, একদিন তোমার কাছে যেতে পারবো। আমি বিশ্বাস করি, একটি সুতা, স্বপ্ন ও বাস্তবতাকে সংযুক্ত করবে।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন চাং চিয়ে-এর গান ‘তোমার জন্য লড়াই করি’। গানের কথা এমন: সামনে তোমার ছায়া, এই যুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি করেছে। যদিও আসল নাম বলো নি, তবুও আমার খুব ভালো লাগে। তোমার সঙ্গে বার বার একসাথে লড়াই করি। এতো কঠিনতা, তবুও আমি চ্যালেঞ্জ গ্রহণ করি।

আচ্ছা, শুনুনু গানটি।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং চিয়ে-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn