বাংলা

তেং চি ছি

CMGPublished: 2022-09-26 14:23:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম তেং চি ছি। তার শক্তিশালী কণ্ঠ ও আবেগপূর্ণ গান চীনে বেশ জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তেং চি ছির’র গাওয়া গান ‘তোমাকে ভালোবাসি’। গানটি চীনের বিখ্যাত ব্যান্ডদল Beyond-এর শ্রেষ্ঠ একটি গান, অনেক গায়ক গানটি গেয়েছেন। তেং চি ছি’র গাওয়া এই গানে তার নিজের বৈশিষ্ট্য যোগ হয়েছে। এই গানের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছেন। বন্ধুরা, এখন গানটি শুনুন।গান ১

তেং চি ছি ১৯৯১ সাল চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা হংকংয়ের মানুষ আর মা শাংহাইয়ের মানুষ। চার বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে হংকংয়ে গিয়ে বাস করতে শুরু করেন। তেং চি ছি বাদ্যযন্ত্রে ভরা এক পরিবারে বড় হয়েছেন। তার নানা বাদকদলের শ্যাস বাজান, নানী গানের শিক্ষিকা। মামা ভায়োলিন বাজান। আর তার মা শাংহাই সংগীত-বিদ্যালয়ের শিক্ষিকা। এমন সংগীতময় পরিবেশে বড় হওয়ার কারণে তেং চি ছি খুব ছোটবেলা থেকেই গান গাইতে পছন্দ করতেন। মাত্র পাঁচ বছর বয়সে তিনি গান লেখা শুরু করেন। প্রাথমিক স্কুল জীবন থেকেই তিনি নানা ধরনের গানের প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। এ সময় বেশ অনেকগুলো পুরস্কারও পান তিনি। ২০০৬ সালে ১৪ বছর বয়সে তেং চি ছি একটি গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এতে তার সংগীত প্রতিভা আবিষ্কৃত হয়। পরে একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তিনি। এর দু’বছর পর তেং চি ছি পেশাদার গায়িকা হিসেবে সংগীত জীবন শুরু করেন। বন্ধুরা, এখন শুনুন তেং চি ছি’র সুন্দর গান ‘স্মৃতির বালিঘড়ি’গান ২

২০০৮ সালের অক্টোবরে তেং চি ছি তার প্রথম অ্যালবাম ‘G.E.M’ প্রকাশ করেন। এই অ্যালবাম প্রকাশের পর কণ্ঠশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় হন তিনি। ফলে হংকংয়ের ‘Jade Solid Gold Awards Presentation’এর সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার জিতে নেন। এখন আমরা তার প্রথম অ্যালবাম থেকে ‘বুদ্বুদ’ নামের একটি গান শুনবো।গান ৩

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn