‘বিলম্বিত শুভরাত্রি’
বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি’র কন্ঠে ‘ক্রমবর্ধমান তাপমাত্রা’ শীর্ষক গান। বিশ্ববিদ্যালয়ের সময় তিনি একটি সংগীত গ্রুপে যোগ দিয়েছিলেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘প্রতিভা কম’ শীর্ষক গান। গানটি একটি টিভি সিরিজের থিম সং। গানটিতে বলা হয়েছে: ক্ষুদ্র ক্ষত কয়েক দিনের মধ্যে সেরে যায়; তখন বেঁচেও থাকা যায়। অন্ধকারে আমি জেগে আছি। এ একাকীত্বের কোনো শেষ নেই। একাকীত্বই যেন আমার একমাত্র অবলম্বন। ভালবাসার ব্যাপারে আমার প্রতিভা কম।
চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি’র কন্ঠে ‘প্রতিভা কম’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তার দক্ষতা কম’ শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। সুন শেং স্যি গানটির সুর রচনা করেছেন। গানটি তাঁর দ্বিতীয় অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটিতে বলা হয়েছে: একা, শুধুই একা; যেকথা তুমি বলেছো, তার কোন তাত্পর্য নেই/ একা, শুধুই একা; অশ্রু আসলে মাটিতে পড়ে গেছে; ভেঙ্গে গেছে/ আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা রসিকতার মতো।
বন্ধুরা, শুনছিলেন সুন শেং স্যি’র কন্ঠে ‘তার দক্ষতা কম’ শীর্ষক গান। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘পালিয়ে যাবো’ শীর্ষক গান। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। গানটিতে বলা হয়েছে: কার জন্য চেষ্টা করি? স্বপ্নকে অনুসরণ করার চেষ্টা করি? ভালোবাসা বোঝার মতো। সে আমি, সে আমি, আমার ভয় লাগে যে, আমাদের যোগ্যতা কম। তুমি পালিয়ে গেছো এবং কখনো ফিরে আসবে না।
চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।