বাংলা

আ দু

CMGPublished: 2022-08-03 15:00:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আ দু’র আসল নাম হচ্ছে দু ছেং ই। তিনি ১৯৭৩ সালের ১১ মার্চ সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। তিনি হচ্ছেন চীনা ভাষার একজন পপ-সংগীত শিল্পী ।

গায়ক হবার আগে তিনি ছিলেন একটি নির্মাণ সাইটের প্রধান। এক দিন তিনি বন্ধুর সঙ্গে একটি অডিশন প্রতিযোগিতায় অংশ নিয়ে অপ্রত্যাশিতভাবে সমালোচকদের স্বীকৃতি ও পছন্দ অর্জন করেন। ফলে চুক্তি স্বাক্ষর করে প্রশিক্ষণার্থী গায়ক হন। তিনি তখন থেকে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন।

এতক্ষণ আপনারা যে “অন্ধকার” গানটি শুনেছেন, তা আ দু’র ২০০২ সালে প্রকাশিত প্রথম একই নামের অ্যালবাম থেকে নেয়া। একই বছর তিনি এ অ্যালবাম দিয়ে দ্বিতীয় গ্লোবাল চাইনিজ সং চার্টে সেরা জনপ্রিয় নতুন পুরুষ শিল্পী ব্রোঞ্জ পুরস্কার জিতেন। একই বছর তিনি তাঁর দ্বিতীয় অ্যালবাম “লেগে থাকা” প্রকাশ করেন। এতে অন্তর্ভুক্ত দশটি গানের মধ্যে ম্যান্ডারিন ভাষা ছাড়াও দক্ষিণ ফুচিয়ানের স্থানীয় হোক্কিয়েন ভাষার গানও অন্তর্ভুক্ত হয়।

“সে নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে” আসলে তাঁর প্রথম অ্যালবামের একটি গান। ২০০৩ সালে গানটি মূল-ভূভাগের একটি টিভি নাটকের সূচনা গান হিসেবে বাছাই করা হয়। গানটি দুর্বল পুরুষদের ভাবাবেগের অনুশীলন সম্পর্কিত। বাইরে থেকে দেখলে পুরুষরা বলিষ্ঠ হয়, কিন্তু ভাবাবেগের সামনে তাদের আহত হতে হয় এবং তারা ব্যথা পান।

“প্রায়” হলো আ দু’র ২০০৭ সালের সেপ্টেম্বরে প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট দশটি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবামের শিরোনাম সংগীত ২০০৭ সালে চীনের মূল সঙ্গীত পপ তালিকা পুরস্কার অনুষ্ঠানে হংকং ও তাইওয়ানের গোল্ড সং পুরস্কার জিতে। অ্যালবামটি প্রস্তুতি নেয়ার প্রক্রিয়ায় আ দু অনেক প্রস্তাব দিয়েছেন। এবার তিনি আর বেদনার প্রতিমূর্তি দেখাননি, বরং রক স্টাইলের গান গেয়েছেন। অ্যালবামের প্রতিপাদ্য হলো ভালোবাসা প্যাম্পারের সূচনা, পাশাপাশি ধ্বংসের পুনর্জন্ম। অ্যালবামের “নৃশংস আচরণ” নামক গান একটি নু-মেটাল মার্কিন স্টাইলের রক গান। শুনতে খুব শক্তিশালী মনে হয়। গানটি গাওয়ার সময় আ দু অন্য রকম হয়ে যান। আগের লজ্জা পুরোপুরি ত্যাগ করে শরীরে সঙ্গীতের সুপ্ত-শক্তি প্রদর্শন করেন। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের নিয়ে অ্যালবামের শিরোনাম সংগীত “প্রায়” এবং মার্কিন স্টাইলের রক গান “নৃশংস আচরণ” শুনবো। আপনারা দু’টো গানের সঙ্গে অন্য গানের তুলনা করতে পারবেন।

“বৃষ্টি হলে তোমাকে মিস করি” আ দু’র গাওয়া একটি গান। গানটি তাঁর ২০০৩ সালের ডিসেম্বরে প্রকাশিত “হ্যালো” অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। খুব মজার নাম, তাইনা? বৃষ্টি বাংলাদেশের মতো বেশি হলে, সবসময় তোমাকে মিস করতে হবে?

Share this story on

Messenger Pinterest LinkedIn