বাংলা

চিন ছি

CMGPublished: 2022-08-01 14:56:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিন ছি বা জে সি ১৯৭৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফুচিয়ান প্রদেশের নিংদে শহরের ফু দিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের গায়িকা ও অভিনেত্রী।

২০১২ সালের অগাস্টে তিনি জেচিয়াং টিভি’র গানের প্রতিভা প্রতিযোগিতা “চীনের ভয়েস, গাও! চীন”-এ অংশ নেন এবং প্রথম ১৬ জনের মধ্য অন্যতম হিসেবে শোবিজে প্রবেশ করেন। একই বছরের ডিসেম্বরে তিনি আসল অ্যালবাম “মোহ বদলায় না” প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গান গোল্ড সং পুরস্কার জিতে।

আসলে ১৯৯৬ সালে চিন ছি শিক্ষক-শিক্ষণ বিদ্যালয় থেকে স্নাতক হবার পর ফু চিয়ান প্রদেশের একটি গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৯৯ সালে সঙ্গীতের কারণে তিনি কুয়াংচৌ’র একটি জনপ্রিয় সঙ্গীত একাডেমীতে শিখতে আসেন। ভাল পারফর্মেন্স করার কারণে শুধু ৩ মাস ক্লাস নেয়ার পর তিনি রক গায়ক জাং মেং মেংয়ের মিউজিক স্টুডিওতে এসেছেন এবং তিন বছর ধরে দশটি আসল গান তৈরি করেন। ২০০২ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা ছিল, কিন্তু হঠাত্ গাড়ি দুর্ঘটনা ঘটার কারণে তাঁর কোম্পানি বন্ধ হয় এবং তাঁর ভোকাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বিভিন্ন বারে গান গাওয়ার মাধ্যমে ঋণ শোধ করতে ছিলেন। ব্যস্ত হবার সময় দিনে তাঁর চার-পাঁচটি বারে গান গেতে হতো। এরকম জীবন কয়েক বছর স্থায়ী ছিল। ২০১২ সালের অগাস্টে তিনি “চীনের ভয়েস, গাও! চীন”-এ অংশ নেন। একই বছরের নভেম্বরে তিনি সিসিটিভি’র প্রতিভা প্রতিযোগিতায় অংশ নেন এবং সারা দেশে চতুর্থ হন। বছরের শেষ নাগাদ তিনি ১০ বছর আগে রেকর্ডিং সম্পন্ন হওয়া অ্যালবামটি প্রকাশ করেন এবং অ্যালবামের নতুন নাম রাখেন “মোহ বদলায় না”। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন সেই গানটি।

“ডিফল্ট” চিন ছির ২০১৪ সালে প্রকাশিত সম্পূর্ণ নতুন শিল্প-কর্ম। আসলে দশ বছর আগে একটি টিভি নাটকে চিন ছি’র গান অনেক জনপ্রিয় ছিল। কিন্তু তখন তিনি বিখ্যাত হন নি। দশ বছর পর গানটি আবার চিন ছি’র অনুরাগীদের হৃদয়ে প্রবেশ করে। গানটির পিছনে দশ বছরের মৈত্রীর গল্পও আছে। কয়েকজন বিখ্যাত কণ্ঠশিল্পী এবং বিখ্যাত সঙ্গীত প্রযোজক থু হুই ইউয়ানের সঙ্গে গল্প।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn