বাংলা

চৌ হুই

CMGPublished: 2022-07-01 09:24:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চৌ হুই ১৯৭৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ান প্রদেশের কাও সিয়োং শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের পপসঙ্গীত শিল্পী।

১৯৯৯ সালে তিনি “চৌ হুই সিলেক্টেড” নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি তার “তোমাকে জানাতে চাই না” এবং “অ্যাপয়ন্টমেন্ট” সহ ম্যান্ডারিন ভাষার গানের কারণে সারা দেশে জনপ্রিয় হয়েছিল। ফলে এক মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয় এবং অর্ধেক বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত তালিকার প্রথম স্থান দখল করে রেখেছিল। অ্যালবামের প্রত্যেক গানকে প্রধান গান মনে করা যায়, সেজন্য অ্যালবামটিকে ‘সিলেক্টেড’ অ্যালবাম নাম দেয়া হয়।

২০০০ সালের সেপ্টেম্বর মাসে চৌ হুই “সিলেক্টেড ২-- তোমাকে গভীরভাবে ভালবাসতে চাই” প্রকাশ করেন। অ্যালবামের সঙ্গীত টাইপ আরো সমৃদ্ধ হয়। অ্যালবামের শিরোনাম সঙ্গীত “তোমাকে গভীরভাবে ভালবাসতে চাই” এবং “কান্না করো না” জনপ্রিয় একটি টিভি নাটক “এপ্রিল র‍্যাপসোডি”র শুরুর ও শেষের গান হয়। পাশাপাশি, ‘বিকল্প’ নামক গানটি হংকং স্টার টিভি’র একটি নাটকের থিম সং হয়। অ্যালবামটি প্রকাশিত হবার ৩ সপ্তাহের মধ্যে ২ লাখ কপি বিক্রি হয়েছিল।

১৯৯৬ সালে ১৯ বছর বয়সি চৌ হুই ব্রিটেনে গীতিনাট্য শিখার পরিকল্পনা করেন। ছোটবেলা থেকে গান গাইতে পছন্দ করার কারণে তিনি ছুটির সময় একটি সিডি রেকর্ড করেন। রেকর্ড স্টুডিও’র মালিক তাঁর গান অনেক পছন্দ করেন, সেজন্য তাঁকে বিখ্যাত প্রযোজক চি চৌং পিং’র কাছে পাঠান। ফলে চৌ হুই লিনফেয়ার রেকর্ডস লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে একজন গায়িকা হন। বন্ধুরা, “প্রিয়তম” চৌ হুই-এর ২০০৭ সালে প্রকাশিত “পুষ্পে” নামক অ্যালবামের একটি গান।

১৯৯৯ সালে চৌ হুই প্রকাশিত প্রথম অ্যালবামে “আমি পছন্দ করি” নামক একটি গান ছিল। গানটির লিরিক্স ও সঙ্গীত রচনা করেন বিখ্যাত গীতিকার পান সিয়ে ছিং। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি মালয়েশিয়ার বিখ্যাত গায়িকা লিয়াং চিং রু’র জন্য অন্য একটি ‘আমি পছন্দ করি’ নামক গান করেন। কিন্তু চৌ হুই’র গানটি লিয়াং চিং রু’র মতো জনপ্রিয় ছিল না।

আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের চৌ হুই’র অন্য আরেকটি গান শোনাব। গানের নাম “প্রেম দুঃখের নয়”।

Share this story on

Messenger Pinterest LinkedIn