বাংলা

‘কারণ তুমি, তাই আমি’

CMGPublished: 2022-06-28 11:10:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় সংগীত ব্যান্ড মে ডে-র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনাবো।

মে ডে- চীনের তাইওয়ান প্রদেশের একটি রক সংগীত ব্যান্ড। এই ব্যান্ডের পাঁচ জন সদস্য আছে। মে ডে-র আগের নাম ‘সো ব্যান্ড’। ১৯৯৭ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে নামটি পরিবর্তন করে রাখা হয় ‘মে ডে’।

১৯৯৮ সালের জুন মাসে, মে ডে রক সংগীত কোম্পানিতে যোগ দেয়। ১৯৯৯ সালের ৭ জুলাই ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘উন্মত্ত বিশ্ব’ বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে ‘উন্মত্ত বিশ্ব’, ‘ভালোবাসার চেহারা’সহ ছয়টি ম্যান্দারিন ভাষার সংগীত এবং ‘জিমিং ও ছুন চিয়াং’সহ ছয়টি হোকিনিস ভাষার সংগীত। একই বছরের ২৮ অগাস্ট ব্যান্ডটি তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে প্রথম কনসার্ট আয়োজন করে।

২০০০ সালের ৭ জুলাই, মে ডে ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘ভালোবাসা জিন্দাবাদ’ প্রকাশিত হয়। এতে রয়েছে ‘একাকীত্ব শেষ করা’, ‘স্নেহশীল’সহ ১২টি গান। সেই বছরের অগাস্ট মাসে মে ডে-র ভ্রাম্যমাণ কনসার্ট অনুষ্ঠিত হয়।

বন্ধুরা, এখন শুনুন মে ডে’র গান ‘তুমি সত্যি খুশি নও’। গানের কথায় বলা হয়, তুমি আর স্বপ্ন দেখো না, তুমি আর তার জন্য মন ব্যথা কোরো না। তুমি সিদ্ধান্ত নিয়েছো। তুমি অপেক্ষা করছো। তুমি সত্যি খুশি নও, তোমার হাসি নিজেকে রক্ষার জন্য। তুমি নিজেকে বন্ধ করে রেখেছো। তা তোমার বাছাই নয়।

বন্ধুরা, এখন শুনুন মে ডে’র গান ‘কারণ তুমি, তাই আমি’। গানের কথায় বলা হয়, এখানে শুধু তুমি, আমি আর তারা ভরা আকাশ। তুমি কখন আমার কাছে এসেছো, তুমি কখন আমাকে উদ্ধার করেছো। তুমি তোমার পাখা আমাকে দিয়েছো, আমি মুহূর্তের মত স্বাধীন জীবন উপভোগ করেছি। তোমার কারণে, আমি সেই আকাশকে ভালোবেসেছি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন মে ডে’র গান ‘হঠাত্ তোমাকে মিস করি’। গানের কথায় বলা হয়, বন্ধুরা হঠাত্ শুভেচ্ছার ভয় লাগে, স্মৃতিতে হঠাত্ ভেসে উঠতে ভয় লাগে। তোমার খবর পেতে হঠাত্ ভয় লাগে। যদি স্মৃতির শব্দ থাকে, আশা করি তা কান্নার শব্দ হবে না। হঠাত্ তোমার কথা মিস করি, তুমি কোথায় থাকতে পারো। আমার সুন্দর গান, পরে দু’টি আলাদা চলচ্চিত্রে পরিণত হয়েছি।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সংগীত ব্যান্ড মে ডে-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং ব্যান্ডের কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn