বাংলা

লিন ই খুয়াং

CMGPublished: 2022-06-24 09:30:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লিন ই খুয়াং আবার ফিল লাম নামেও পরিচিত। তিনি হচ্ছেন হংকংয়ের সনি মিউজিকের একজন গায়ক-গীতিকার। তিনি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন।

২০১০ সালের সেপ্টেম্বরে গায়ক হিসেবে তিনি শোবিজে প্রবেশ করে প্রথম ম্যান্ডারিন ভাষার গান ‘বৃষ্টি পড়ে পৃথিবীতে’ প্রকাশ করেন। তিনি গানটির সঙ্গীত সৃষ্টি করেন এবং একই বছরের নভেম্বরে এটি তাঁর ‘লোডেড’ নামক প্রথম একক ইপিতে অন্তর্ভুক্ত হয়।

২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ফিল তাঁর দ্বিতীয় অ্যালবাম এবং প্রথম সম্পূর্ণ সৃষ্ট একক অ্যালবাম ‘ফিল লাম’প্রকাশ করেন। অ্যালবামের ১১টি গানের সঙ্গীত পুরোপুরি তাঁর সৃষ্টি। গানগুলিতে সঙ্গীতের প্রতি তাঁর অভিমত এবং বৈশিষ্ট্যময় সঙ্গীত স্টাইল যুগিয়েছেন তিনি।

২০১৪ সালের এপ্রিল মাসে ফিল প্রকাশিত ‘দৈর্ঘ্য’ গানটি প্রথম তিনটি বেতারের চ্যাম্পিয়নশিপ গানে পরিণত হয়। গানটিতে ‘দৈর্ঘ্য’ প্রতিপাদ্য হিসেবে বিভিন্ন ধরনের জীবনের পরিস্থিতি তুলনা করা হয়। গানটি হংকং পপসঙ্গীতের উন্নয়নের প্রতিনিধিত্ব করে।

২০১৫ সালের নভেম্বরে ফিল লাম ‘অন্যদের মধ্যে একই অনুভূতি’নামক নতুন অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে ক্যান্টোনিজ শিল্প-কর্ম ছাড়াও তিনি তাইওয়ানের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছেন চিয়ান ছি ও হংকংয়ের বিখ্যাত প্রযোজক এডওয়ার্ড চ্যানকে অ্যালবামের গানগুলি পর্যবেক্ষণ করতে আমন্ত্রণ করেন। এর মধ্যে ৩টি ম্যান্ডারিন ভাষার গান অন্তর্ভুক্ত হয়। ফলে ভাষার সীমান্ত পার হয়ে ফিলের গান সবাইকে মুগ্ধ করে। ‘বিশেষ প্রেমিকা’এর মধ্য অন্যতম।

আসলে ফিল লামের সেই অন্যদের মধ্যে একই অনুভূতি’অ্যালবামে মোট ১১টি গান আছে। তিনটি ম্যান্ডারিন গান ছাড়াও আটটি ছিল ক্যান্টোনিজ ভাষার। তাহলে এখন আমি তাঁর গাওয়া দু’টো ক্যান্টোনিজ গান আপনাদের শোনাতে চাই।

Share this story on

Messenger Pinterest LinkedIn