বাংলা

রেন সু সি

CMGPublished: 2022-06-23 10:10:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

রেন সু সি ব্যক্তিগত অ্যালবাম প্রকাশ করেন নি, তবে অনেক নাটক, চলচ্চিত্র ও টিভি নাটকের জন্য গান গেয়েছেন। তার কণ্ঠ অনেক সুন্দর ও আবেগপূর্ণ। মানুষ বলে তার গান নাটকের মত, তিনি যখন গান গান- তা যেন গান নয় বরং একটি গল্প! তাই তার প্রতিটি গান সেই নাটক বা চলচ্চিত্রের মধ্যে বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন শুনুন রেন সু সি চলচ্চিত্র ‘অজানা মানুষ’-এর জন্য গাওয়া গান ‘একটু অপেক্ষা করুন’।গান ৪

বন্ধুরা, পরের গানে শুনবো রেন সু সি চলচ্চিত্র ‘মানুষ খোঁজা’-এর জন্য গাওয়া একটি গান; গানের নাম ‘ওয়াং চাও চুন’। ওয়াং চাও চুন ছিলেন বিখ্যাত সুন্দরী। তিনি চীনের সীমান্ত অঞ্চলে শান্তি রক্ষায় বিশাল অবদান রেখেছেন। এই সুন্দরীর গল্প চীনা মানুষের কাছে দারুণ পরিচিত। তবে, সাধারণ মেয়েদের জীবন কম মানুষই জানে। এই গানে রেন সু সি একটি সাধারণ মেয়ের গল্প তুলে ধরেছেন, প্রতিটি সাধারণ মেয়ে এতে নিজের ছায়া আবিষ্কার করে এবং মুগ্ধ হয়। বন্ধুরা, এখন রেন সু সি’র গান ‘ওয়াং চাও চুন’ শুনুন।গান ৫

২০১৯ সালে রেন সু সি চলচ্চিত্র ‘অর্ধ কমেডি’র জন্য চীনের ‘হুয়া তিং’ অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। পরের বছর তিনি চলচ্চিত্র ‘আমি ও আমার জন্মভূমির’ জন্য আবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। অভিনেত্রী হিসেবে পরিচিতি পেলেও তার গানগুলো সংগীত মহলের উচ্চ প্রশংসা পায়। বন্ধুরা, এখন আমরা শুনবো রেন সু সি’র গাওয়া গান ‘ছোটবেলা’। বন্ধুরা চলুন, গানটি শুনি।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা হেই পাও ব্যান্ডের আরেকটি সুন্দর গান ‘বিদায়, যৌবন’ শুনবো, আশা করি- আপনারা তাদের গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn