বাংলা

কুয়ান সিন ইয়ান

CMGPublished: 2022-06-23 09:33:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কুয়ান সিন ইয়ান ১৯৭৯ সালের ৩১ জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি হংকংয়ে ছিলেন। ১৯৯০ সালে তিনি কানাডায় চলে যান। ১৯৯৯ সালে তিনি ‘টিভিবি ৮ ইন্টারন্যাশনাল চাইনিজ নিউ ট্যালেন্ট সিঙ্গিং চ্যাম্পিয়নশিপে কানাডা ফাইনালে’ অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। তারপর কানাডার পক্ষ থেকে শাংহাইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চাইনিজ নিউ ট্যালেন্ট সিঙ্গিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সবচেয়ে প্রতিশ্রুতিশীল শিল্পী পুরস্কার জিতেন।

কিছুক্ষণ আগে আপনারা যে “সামর্থ্যহীন”গানটি শুনেছেন, তা কুয়ান সিন ইয়ানের ২০০২ সালের জুলাই মাসে প্রকাশিত ‘জেড-১’ নামক অ্যালবাম থেকে নেয়া। ২০০২ সালে তিনি বিএমএ রেকর্ড কোম্পানিতে যোগ দেয়ার পর আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। একই বছরের জুলাই মাসে তিনি তাঁর প্রথম অ্যালবাম ‘জেড-১’ প্রকাশ করেন। অ্যালবামে সবচেয়ে জনপ্রিয় গান ছিল ‘সামর্থ্যহীন’। একই বছরের ডিসেম্বরে তিনি দ্বিতীয় অ্যালবাম ‘জেড-২’ প্রকাশ করেন। এর মধ্যে একটি বিরহের গান‘তুমি এতো বিবেচক’অন্তর্ভুক্ত হয়।

২০১০ সালের জানুয়ারিতে কুয়ান সিন ইয়ান নতুন রেকর্ড কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছরের অক্টোবর মাসে তিনি ‘একটি নতুন সূচনা’নামক অ্যালবাম প্রকাশ করেন। এর মধ্যে ‘ভালবাসার চেষ্টা করুন’গানটি ৩৩তম টপ টেন চায়নিজ গোল্ডেন সং অ্যাওয়ার্ডসে টপ টেন গোল্ডেন সং পুরস্কার জিতে।

২০০৪ সালে কুয়ান সিন ইয়ান হংকংয়ের সঙ্গীত জগতে অনেক জনপ্রিয় ছিলেন। ‘পঞ্চম উপাদান’ ছিল ২০০৫ সালের জানুয়ারিতে তাঁর প্রকাশিত একটি অ্যালবাম। অ্যালবামে অন্তর্ভুক্ত ১১টি গান ছিল ম্যান্ডারিন ও ক্যান্টোনিজ ভাষার। তিনি বিখ্যাত গায়ক চৌ ছুয়ান সিয়োং ও জাং চিং শুয়ানের সঙ্গে ম্যান্ডারিন ভাষার গান ‘গন্তব্যস্থল’ সৃষ্টি করেন। বন্ধুরা, কয়েকটি ক্যান্টোনিজ ভাষার গান শোনানোর পর, এখন আমি আপনাদের কুয়ান সিন ইয়ানের ম্যান্ডারিন ভাষার গান ‘গন্তব্যস্থল’শোনাই, কেমন?

‘খালাস’ কুয়ান সিন ইয়ানের ২০১৪ সালে প্রকাশিত ক্যান্টোনিজ অ্যালবাম ‘বলা’র একটি গান। ‘কীভাবে এই লোকের প্রেমে পড়েছি’ ২০০২ সালে প্রকাশিত তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘জেড-২’এর একটি গান।

Share this story on

Messenger Pinterest LinkedIn