বাংলা

ইয়ে ছিয়ানওয়েন

CMGPublished: 2022-06-21 12:00:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্যালি ১৯৬১ সালের ৩০ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ী চীনের কুয়াংতোং প্রদেশের চৌংশান শহরে। তিনি চীনা ভাষার পপসংগীত শিল্পী এবং চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী।

১৯৮০ সালে যখন তাঁর বয়স ১৯ বছর, তখন তিনি তাইওয়ানের একটি বিজ্ঞাপনে কাজ করে মানুষের মনে গভীর ছাপ ফেলেন। একই বছর তিনি তাইওয়ানে ‘স্বস্তির বসন্তে’ নামে চীনা ভাষার অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে গায়িকা হন। ১৯৮২ সালে তিনি তাঁর চতুর্থ অ্যালবাম ‘কথা দাও’ প্রকাশ করেন। একই বছর তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৮৪ সালে তিনি তাঁর ব্রত হংকংয়ে স্থানান্তর করে তাঁর প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম ‘ইয়ে ছিয়ানওয়েন’ প্রকাশ করেন। অ্যালবামের গান ‘রাত শূণ্যটা ১০ মিনিট’ সে বছর বার্ষিক সেরা দশ গোল্ডেন গান পুরস্কার জিতে।

এতক্ষণ যে গানটি আপনারা শুনেছেন, সেটা ১৯৯০ সালের ডিসেম্বর মাসে স্যালি প্রকাশিত একই নামের ক্যান্টোনিজ অ্যালবামের প্রধান গান। অ্যালবামটি প্রকাশিত হবার পর বিভিন্ন তালিকার প্রথম স্থান দখল করে। অবশ্যই অ্যালবামের বিক্রয় পরিমাণও খুব ভাল ছিল এবং এটি হংকং সঙ্গীত জগতে তাঁর অবস্থান সুসংহত করেছে।

যখন তাঁর বয়স ৪ বছর, তিনি পরিবারের সঙ্গে কানাডায় চলে যান। ম্যান্ডারিন ভাষা পড়তে ও লিখতে না পারার কারণে তাঁকে সবসময় পিন ইন দ্বারা ম্যান্ডারিন ও ক্যান্টোনিজ ভাষা অনুবাদ করতে হয়। হংকংয়ে ক্যারিয়ার গড়ার পর তিনি “ইয়ে ছিয়ান ওয়েন” নামক প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটিতে পরে “শূণ্যটা দশ মিনিট” গান অন্তর্ভুক্ত করা হয়। অ্যালবামের শিরোনাম সংগীত “শূণ্যটা দশ মিনিট” তাঁর ক্যান্টোনিজ ভাষার শিক্ষক তাঁর জন্য বিশেষ তৈরি গান। পাশাপাশি, এটি তাঁর বিখ্যাত গান।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn