বাংলা

সু হুই লুন

CMGPublished: 2022-06-20 15:44:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সু হুই লুন বা টারসি সু ১৯৭০ সালের ২৭ অক্টোবর চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূভাগের হুপেই প্রদেশের হুয়াং শি শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি তাইওয়ানের পপসঙ্গীত শিল্পী এবং টিভি ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৯০ সালের মার্চ মাসে তিনি প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৪ সালে তিনি রক রেকর্ডস কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৯৬ সালে তিনি একক ম্যান্ডারিন ভাষার অ্যালবাম “হাঁস” প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গান দিয়ে তিনি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেন। আচ্ছা বন্ধুরা, আজকের “তোমার জন্য গান” অনুষ্ঠানে প্রথম গান হিসেবে আমি আপনাদের সু হুই লুনের “হাঁস” গানটি শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি।

“প্রকৃত বৈশিষ্ট্য” ২০২০ সালের মার্চ মাসে সু হুই লুন প্রকাশিত “আমার সবদিক” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত একটি গান। গানটি গ্লোবাল চাইনিজ গোল্ডেন চার্টসে বছরের প্রথমার্ধে সেরা ২০টি গোল্ডেন সং পুরস্কার জিতে। এটি ছিল সু হুই লুনের ১৬তম অ্যালবাম এবং এতে মোট ১০টি গান অন্তর্ভুক্ত হয়। অ্যালবামে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য এবং মনের অবস্থা সুখ, দুঃখ, দুর্বলতা, কল্পনাপ্রসূতা ইত্যাদি প্রকাশ পেয়েছে। অ্যালবামটি প্রকাশিত হবার অনেক আগেই সু হুই লুন সঙ্গীতের দুনিয়া ত্যাগ করেছিলেন। তবে অ্যালবামের দশ’টি গানের মাধ্যমে দশ ধরনের মনোভাব প্রকাশ করার চেষ্টা করা হয়। বন্ধুরা, তাহলে এখন আমি আপনাদের “প্রকৃত বৈশিষ্ট্য” এবং অ্যালবামের শিরোনাম সংগীত “আমার সবদিক” একসাথে শোনাব, কেমন? শুনুন তাহলে গান দু’টি।

“লেবুগাছ” জার্মান সঙ্গীতদল ফুল’স গার্ডেনের ১৯৯৬ সালে গাওয়া একটি গান। সু হুই লুন পরে গানটির কাভার সংস্করণ করেন এবং তাঁর ১৯৯৬ সালে প্রকাশিত একই নামের অ্যালবামে অন্তর্ভুক্ত করেন। এছাড়া, গানটির ম্যান্ডারিন, ক্যান্টোনিজ ও বেশ কয়েকটি রিমিক্স সংস্করণ আছে। এগুলি সু হুই লুনের অন্য দু’টো অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। সু হুই লুনের গানটি গ্রীষ্মকালের সমুদ্রতীরের মতো। কিন্তু গানটিতে সামান্য আবেগ বর্ণনা করা হয়েছে। হাল্কা সঙ্গীতের চেয়ে কারও প্রেমে থেকে বিচ্যুতি বড় ব্যাপার নয়। যখন মন খারাপ হয়, গানটি শুনলে মনটা আস্তে আস্তে ভাল হয়ে যায়। বিশেষ করে গানের শুরুর দিকটা ঠিক একটি হরিণের লাফালাফি করার মতো। তাহলে এখন আমরা একসঙ্গে গানটি শুনবো। সঙ্গে সঙ্গে শুনবো অ্যালবামের অন্য একটি খুব জনপ্রিয় গান “নিষ্ক্রিয়তা”। চলুন, আমরাও গানের আনন্দ অনুভব করি, কেমন?

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn