বাংলা

চীনা গায়িকা চাং ছিয়াং

CMGPublished: 2022-05-26 10:00:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে চীনের একজন বিখ্যাত গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম। তিনি গত শতাব্দীর ৮০’র দশকে চীনে সবচেয়ে জনপ্রিয় গায়িকা ছিলনে। তিনিও চীনে ডিস্কো ও ইলেকট্রনিক সংগীতের ধারায় নেতৃত্ব দিয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন চাং ছিয়াংয়ের জনপ্রিয় একটি গান ‘জ্যোৎস্না ডিস্কো’।গান ১

চাং ছিয়াং ১৯৬৭ সালে চীনের বেইজিংয়ের একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চায়না ফিল্ম অর্কেস্ট্রা সিম্ফনি অর্কেস্ট্রার বেহালাবাদক। ছোট থেকেই তিনি মায়ের কাছে বেহালা বাজানো শিখেন। সেই সময়ে চায়না ফিল্ম অর্কেস্ট্রা সিম্ফনি অর্কেস্ট্রাতে সংগীত পরিবেশন করা ছাড়া বিভিন্ন চলচ্চিত্র, ডকুমেন্টারি, টিভি নাটকের জন্য রেকর্ড করতেন, এসব সংগীত চাং ছিয়াংর সংগীতের প্রাথমিক ধারণা তৈরি করে। মায়ের কাজের জন্য চাং ছিয়াং অনেক বিদেশি পপ গানও শুনেছেন, যা পরবর্তীতে তার সংগীতশৈলীর ওপর বড় প্রভাব ফেলে। ১৯৮৩ সালে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ার সময় চাং ছিয়াং একটি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরের বছর তিনি চীনা কেন্দ্রীয় টিভি স্টেশন আয়োজিত তরুণ গায়ক প্রতিযোগিতায় অংশ নেন। এ দুই প্রতিযোগিতায় পুরস্কার না পেলেও চাং ছিয়াংয়ের বিশেষ কণ্ঠ ও সংগীতশৈলী অনেকের মনে ছাপ ফেলে।গান ২

১৯৮৫ সালে চাং ছিয়াং মায়ের সাহায্য তার প্রথম অ্যালবাম ‘টোকিও রাত’ প্রকাশ করেন। অ্যালবাম প্রকাশের পরই চাং ছিয়াংয়ের বিশেষ কণ্ঠ ও তখনকার চীনে অপ্রচলিত ডিস্কো অনেকের দৃষ্টি আকর্ষণ করে। দ্রুত সেই অ্যালবাম ২৫ লাখেরও বেশি কপি বিক্রি করা হয়। মানুষও চাং ছিয়াংয়ের নাম জানতে পারে। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে চাং ছিয়াংয়ের একটি সুন্দর গান ‘রাত থেকে ভোর’।গান ৩

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn