বাংলা

এক চুমুর মধ্যে

CMGPublished: 2022-05-25 16:10:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং বি ছেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

চাং বি ছেন, ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর চীনের থিয়েন চিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের সংগীত মহলের খুব জনপ্রিয় একজন গায়িকা। তিনি থিয়েন চিন ফরিন স্টাডিস ইউনির্ভাসিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

চাং বি ছেনের মা একজন লোকগানের শিল্পী। মায়ের প্রভাবে চাং বি ছেন ছোটবেলা থেকেই সংগীত শিখতে অনেক আগ্রহী। ২০০৯ সালে যখন চাং বি ছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুতি নেন, তখন তিনি আসলে অভিনয় বিষয়ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চেয়েছিলেন। তবে বাবা মা’য়ের প্রস্তাবে তিনি থিয়েন চিন ফরিন স্টাডিস ইউনির্ভাসিটির আইন বিভাগে ভর্তি হন।

২০১০ সালে বিশ্ববিদ্যালয় একটি সংগীত প্রতিযোগিত আয়োজন করে। চাং বি ছেন এতে অংশ নেন এবং দ্বিতীয় পুরস্কার লাভ করেন। একই বছর তিনি আবারও এমন সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন।

২০১২ সালে দক্ষিণ কোরিয়ার কেবিএস টেলিভিশন ‘কে-পোপ’ নামে একটি সংগীত প্রতিযোগিতা আয়োজন করে। চাং বি ছেন এতে অংশগ্রহণ করেন এবং এই প্রতিযোগিতার চীনের চ্যাম্পিয়ন হন। একই বছর চাং বি ছেন চীনের প্রতিনিধিত্ব করে উত্তর কোরিয়ায় গিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন এবং ‘সবচেয়ে শ্রেষ্ঠ গায়িকা’র পুরস্কার জিতে নেন।

২০১৩ সালে চাং বি ছেন দক্ষিণ কোরিয়ায় গঠিত ‘সানিডেইস’ সঙ্গীতব্যান্ডের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে প্রবেশ করেন। ২০১৪ সালে চাং বি ছেন চীনের চেচিয়াং প্রদেশের টেলিভিশনের আয়োজিত ‘ভয়েস অব চায়না’ তৃতীয় সিজনে অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। একই বছর তিনি ‘এক চুমুর মধ্যে’ গানটি নিয়ে চীনের ২২তম অরিয়েন্টাল সংগীত তালিকার ‘বছরের দশটি শ্রেষ্ঠ গান’-এর পুরস্কার পান।

২০১৬ সালে চাং বি ছেন ‘অ্যানুয়াল রিং’ গানটি নিয়ে ২৩তম অরিয়েন্টাল সংগীত তালিকার ‘বছরের দশটি শ্রেষ্ঠ গানের’ পুরস্কার জিতে নেন। এ ছাড়া তিনি ‘জনগণের নির্বাচিত গায়িকার’ পুরস্কারও লাভ করেন। ২০১৬ সালে চাং বি ছেন তার প্রথম কনসার্ট বেইজিংয়ে আয়োজন করেন।

২০১৭ সালে, চাং বি ছেন ‘সকাল থেকে মধ্যরাত’ গানটি নিয়ে ২৪তম অরিয়েন্টাল সংগীত তালিকার শ্রেষ্ঠ অ্যালবাম পুরস্কার জিতে নেন। একই বছর তিনি চীনের হুনান প্রদেশের টিভিস্টেশনের আয়োজিত ‘আই অ্যাম সিঙ্গার’ অনুষ্ঠানে অংশ নেন। এই বছর চাং বি ছেন ২৫তম অরিয়েন্টাল সংগীত তালিকার সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার পান।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং বি ছেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn