বাংলা

জাং তোং লিয়াং

CMGPublished: 2022-05-25 15:27:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জাং তোং লিয়াং ১৯৮১ সালের ২৯ নভেম্বর মালয়েশিয়ার কুচিং শহরে জন্মগ্রহণ করেন। চীনের ফুচিয়ান প্রদেশ তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি মালয়েশিয়ার একজন গায়ক এবং অভিনেতা।

২০০২ সালে তিনি মালয়েশিয়ায় ‘অ্যাস্ট্রো স্টার কোয়েস্ট’ নামক চীনা বংশোদ্ভূতদের সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন এবং আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০০৩ সালে তিনি ‘জাং তোং লিয়াং ইপি’ নামক প্রথম একক ইপি প্রকাশ করেন। ২০০৪ সালের জুন মাসে তিনি মালয়েশিয়ায় প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। ‘প্রথম পছন্দ’ নামক অ্যালবামে তিনি ‘একা থাকলে কার কথা ভাববে’ গানটি প্রচ্ছদ সংস্করণ করেন।

২০০৬ সালের নভেম্বরে জাং তোং লিয়াং মালয়েশিয়ার প্রথম আর্ট ফিল্ম ‘তৃতীয় বংশধরে’ প্রধান চরিত্রে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রের থিম সং ‘শুধু তোমারই যত্ন’ রচনা করেন এবং কণ্ঠ দেন।

২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে জাং তোং লিয়াং তাঁর ‘শুধু নিকোলাস’ নামক দ্বিতীয় ম্যান্ডারিন ভাষার অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটিতে জাং তোং লিয়াংয়ের উষ্ণ কণ্ঠস্বর থেকে তাঁর মিষ্টি, কষ্টকর, মৈত্রী ও ভালোবাসার গান তৈরী করার প্রত্যাশা ফুটে ওঠেছে। অ্যালবামে মোট ১২টি গান রয়েছে। প্রত্যেক গানে জাং তোং লিয়াংয়ের আন্তরিকতা প্রকাশিত হয়।

২০১১ সালে নতুন অ্যালবাম প্রকাশ করার পর জাং তোং লিয়াং অস্থায়ীভাবে সঙ্গীত জগত ত্যাগ করেন। তিনবছর পর তিনি ২০১৫ সালে পাঠ্য ভিডিও বই এবং তিনটি সঙ্গীত শিল্প-কর্ম প্রকাশ করেন। ‘জীবনে যদি নেই’ নামক গান এর মধ্যে অন্যতম।

"শুধু হাসি" জাং তোং লিয়াং অভিনীত একটি টিভি নাটকের গান। নাটকেও তিনি একজন গায়ক ছিলেন।

" নীরব মুহূর্ত " ২০০৯ সালের জুন মাসে জাং তোং লিয়াং প্রকাশিত একটি অ্যালবাম। অ্যালবামে মোট ১১টি গান রয়েছে। একক গান ছাড়াও তিনি এতে তাইওয়ানের গায়িকা কুও ছাই চিয়ের সঙ্গে একটি যৌথ গান গেয়েছেন। গানের নাম ‘ঠিক ভালোবাসা’।

অনুষ্ঠান শেষে আমি আপনাদের জাং তোং লিয়াংয়ের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘তুমি এখন কেমন মানুষ’।

Share this story on

Messenger Pinterest LinkedIn