বাংলা

উন্মুক্ততা, এআই, মেটাভার্স... প্যারিস অলিম্পিকের উপভোগের হার কেন রেকর্ড ভাঙল?

CMG2024-08-13 11:29:51

অগাস্ট ১৩: সদ্যসমাপ্ত প্যারিস অলিম্পিকে স্টেডিয়ামে গিয়ে দর্শকদের খেলা উপভোগের উত্সাহ বেশি মাত্রায় ছিল। একইভাবে, টেলিভিশনের দর্শক সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসের (ওবিএস) সিইও ইয়ানিস এক্সারকসের মতে, প্যারিস অলিম্পিক গেমসের বিশ্বব্যাপী দর্শক সংখ্যা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং ইন্টারনেটে স্ট্রিমিং মিডিয়া ভিউয়ের সংখ্যা গত দুটি অলিম্পিক গেমসের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি অলিম্পিক সম্প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Close
Messenger Pinterest LinkedIn