বাংলা

জনপ্রিয় হচ্ছে চীন ভ্রমণ: ভুল ধারনা ভেঙ্গে প্রকৃত চীনের পরিচয় লাভ

CMG2024-07-24 11:01:22

চলতি বছরে চীনের ১৪৪ ঘণ্টা ট্রানজিট ভিসা-ফ্রি নীতি আরও সম্প্রসারণের সঙ্গে সঙ্গে অনেক বিদেশি পর্যটক চীনে ভ্রমণ এবং ভ্রমণের ভিডিও ইন্টারনেটে পোস্ট করেন। এ সব ভিডিওতে মানুষের ভুল ধারনার বিপরীতে একদম আলাদা চীনকে দেখানো হয়, যা অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বব্যাপী সামাজিক গণমাধ্যমে ‘চীনে পর্যটন’ প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। তথ্য অনুসারে টিকটকে ‘চায়না ট্র্যাভলের’ ট্যাগের ভিউ ৭০০ মিলিয়নেরও বেশি, আর ইউটিউবে এর ভিউ ১ বিলিয়ন ছাড়িয়ে গেছে। চীনের সত্য রূপ ও সমৃদ্ধ চীনা সংস্কৃতি ‘চায়না ট্র্যাভলের’ মাধ্যমে সবার সামনে ফুটে উঠেছে।

Close
Messenger Pinterest LinkedIn