বাংলা

চীনের তৈরি বিমানের বাণিজ্যিক ফ্লাইট শুরু!

CMG2023-05-30 15:05:08

মে ৩০: গত রোববার চীনের প্রথম নিজস্ব তৈরি সি৯১৯ যাত্রীবাহী বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট সম্পন্ন হয়েছে। এটি আকাশে পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের সাথে চীনের সহাবস্থানের সূচনা। কয়েক দশকের দীর্ঘ প্রচেষ্টার পর এ সফলতা পেল চীন। একে একটি মাইলফলক বলে বিদেশি গণমাধ্যমের মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। সি৯১৯ যাত্রীবাহী বিমানের প্রথম ফ্লাইট কেমন হয়েছে? এটি চীনের বেসামরিক বিমান চলাচল শিল্পে কি প্রভাব ফেলবে? পরবর্তীতে চীনের তৈরি বিমান কিভাবে গ্লোবাল এভিয়েশন মার্কেটর স্বীকৃতি পাবে? বিস্তারিত জেনে নিন।

Close
Messenger Pinterest LinkedIn