বাংলা

বড় হচ্ছে ফু বাও

CMG2023-07-21 14:20:42

জুলাই ২১, সিএমজি বাংলা ডেস্ক: বড় হয়ে যাচ্ছে পান্ডা শাবক ফু বাও। বৃহস্পতিবার তার তিন বছরের জন্মদিন পালিত হয় সাউথ কোরিয়ার এভারল্যান্ড থিম পার্কে। তবে এই দেশে এটাই সম্ভবত তার শেষ জন্মদিন উদযাপন উৎসব। কারণ চীনের সঙ্গে সাউথ কোরিয়ার চুক্তি অনুসারে চার বছর বয়স হওয়ার আগেই তাকে চীনে পাঠাতে হবে।

জন্মদিনের জন্য বিশেষভাবে তৈরি কেক উপহার দেয়া হয় ফু বাওকে। তিনটি গাজর আকৃতির মোমবাতিও জ্বালানো হয়।

সাউথ কোরিয়াতে ফু বাও খুবই জনপ্রিয়।

২০১৬ সালে চীনের জায়ন্ট পান্ডা আই বাও এবং লি বাও জুটি সিচুয়ান প্রদেশ থেকে যাত্রা করে এভারল্যান্ড পার্কে পৌঁছায়। এরা চীনের বিশেষ শুভেচ্ছাদূত হয়ে দেশটিতে আসে। ২০২০ সালে পান্ডা দম্পতির ঘরে জন্ম নেয় মেয়ে শাবক ফু বাও। তার নামকরণের জন্য পঞ্চাশ হাজারের বেশি মানুষ প্রস্তাবনা পাঠায়।

চীন ও সাউথ কোরিয়ার মধ্যে পান্ডা সংরক্ষণ ও গবেষণা সহযোগিতা চুক্তি অনুসারে ফু বাও এর বয়স চার বছর হওয়ার আগে তাকে চীনে পাঠাতে হবে। কারণ ফু বাও বড় হচ্ছে। তার এখন উপযুক্ত সঙ্গী দরকার। কিন্তু এখানে তার উপযুক্ত সঙ্গী না থাকায় তাকে চীনে পাঠানো হবে বেশ তাড়াতাড়ি। তাই ফু বাওয়ের এই জন্মদিন উপলক্ষে এ বছর বিশেষ উৎসব ও আনন্দ লক্ষ্য করা যায় তার ভক্তদের মধ্যে।

শান্তা/ রহমান

Close
Messenger Pinterest LinkedIn